For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনিসের হত্যাকাণ্ডে শুভেন্দুর মতকেই সমর্থন ধৃত পুলিশের পরিবারের! মমতার 'দুই' অবস্থান নিয়ে প্রশ্ন

বাড়ির ছেলের হত্যার ঘটনায় দুই পুলিশকর্মীর গ্রেফতার পরেও সিবিআই (CBI) তদন্তের দাবিতে অনড় আনিস খানের (Anish Khan) পরিবার। সেই একই দাবি আগে থেকেই জানিয়ে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

  • |
Google Oneindia Bengali News

বাড়ির ছেলের হত্যার ঘটনায় দুই পুলিশকর্মীর গ্রেফতার পরেও সিবিআই (CBI) তদন্তের দাবিতে অনড় আনিস খানের (Anish Khan) পরিবার। সেই একই দাবি আগে থেকেই জানিয়ে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এদিন স্বামী গ্রেফতারের খবর পেতেই সেই সিবিআই তদন্তের দাবি করলেন হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী।

সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের পরিবার

সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের পরিবার

এদিন দুপুরে রাজ্য পুলিশের ডিজিপি সাংবাদিক সম্মেলন করে জানান, আমতায় আনিস খানের হত্যাকাণ্ডের ঘটনায় দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন, হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য। যদিও তার পরেই এই হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতেই অনড় আনিস খানের পরিবার। কে খুন করাল তা খুঁজে বের করতে সিট নয়, সিবিআই-এর ওপরেই ভরসা রাখছেন বলে জানিয়েছেন আনিসের বাবা সালেন খান। ভাইয়ের খুনের তদন্তে সিবিআই-এর দাবিতে অনড় ভাই সাবির খানও।

সিবিআই তদন্তের দাবি ধৃত হোমগার্ডের স্ত্রীরও

সিবিআই তদন্তের দাবি ধৃত হোমগার্ডের স্ত্রীরও

মঙ্গলবার সকালে হোমগার্ড কাশীনাথ বেরার সাসপেনশনের খবর সামনে এসেছিল। আর এদিন বাড়ির লোকের গ্রেফতারের খবর জানতে পারেন। তবে গ্রেফতারের খবরে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী রাখি। তাঁর অভিযোগ, স্বামীকে ফাঁসানো হয়েছে। সিবিআই তদন্তে সব বেরিয়ে আসবে আর আসল দোষী কে তাও সামনে আসবে বলেই তিনি মনে করেন। পাশাপাশি এদিন দাবি করেছেন সাধারণভাবে তল্লাশিতে যেতে পারেন না হোমগার্ডরা। ওপরতলার কোনও কর্তার নির্দেশে কাশীনাথ বেরা তল্লাশিতে গিয়েছিলেন বলেও ইঙ্গিত করেন তিনি। এই ঘটনাটি খুনের কিনা তাও দেখা হোক বলে মন্তব্য করেছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে এই চাকরি পান কাশীনাথ। হাওড়ার পানিয়ারার পুলিশ লাইনে সাড়ে তিনবছর কাজের পরে মাস দেড়েক আগে আমতা থানায় হোমগার্ড হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।

শুভেন্দু অধিকারীর অভিযোগ

শুভেন্দু অধিকারীর অভিযোগ

আনিস খানের হত্যার ঘটনা সামনে আসার পর থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি করে আসছেন। পাশাপাশি তিনি হাওড়ার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার এবং হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়ের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড সংগঠিত করার অভিযোগ তুলেছিলেন। তিনি আরও বলেছিলেন হোমগার্ড-কনস্টেবলরা কী করবে, এঁদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যেতে। যাঁরা এঁদের পাঠিয়েছে, তাঁদের খুঁজে বের করার দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ উঁচুতলা অর্থাৎ আইএএস এবং আইপিএস-দের বাঁচাতে নিচুতলায় শাস্তি দেওয়া হচ্ছে।

রিজের ক্ষেত্রে সিবিআই দাবি, আনিসের ক্ষেত্রে নয় কেন

রিজের ক্ষেত্রে সিবিআই দাবি, আনিসের ক্ষেত্রে নয় কেন

এদিকে আনিস খানের পরিবারের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করলেও, আনিসের ক্ষেত্রে সেই দাবি মানছেন না কেন? তাঁর এই দুই অবস্থান কেন, সেই প্রশ্ন করেছে আনিসের পরিবার। এব্যাপারে তৎকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ক্লিপ শুনিয়ে সিটের সদস্যদের সামনে প্রশ্ন রাখে আনিসের পরিবারের সদস্যরা।

মমতার ফোন শরদ পাওয়ারকে! দাউদযোগের অভিযোগে নবাব মালিকের গ্রেফতারিতে দিলেন বার্তামমতার ফোন শরদ পাওয়ারকে! দাউদযোগের অভিযোগে নবাব মালিকের গ্রেফতারিতে দিলেন বার্তা

English summary
As Suvendu Adhikari claims, detained Police staff's family claims CBI on Anish Khan Case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X