For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে ১০০-র বেশি পরিবারের পাশে পলতার আরোগ্য অঞ্জলি ও নদিয়ার জাগরণ

লকডাউনে ১০০-র বেশি পরিবারের পাশে পলতার আরোগ্য অঞ্জলি ও নদিয়ার জাগরণ

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

লকডাউনের মেয়াদ ক্রমশই বাড়ছে। রুজি রুটি হারানো মানুষগুলোর দুর্দশাও সেই সঙ্গে বাড়ছে। ট্রেন বাস বন্ধ থাকায় সেই জনতা কারফিউ থেকে আর একদিনও কাজে যেতে পারেননি শিমুরালি-রাউতাড়ির যাযাবর পাড়া ও দুর্লভ পাড়ার বাসিন্দারা। সমাজের পিছিয়ে পড়া অংশের এইসব মানুষদের পাশে এসে দাঁড়ালো উত্তর ২৪ পরগনা জেলার পলতার আরোগ্য অঞ্জলি ও নদিয়ার রানাঘাটের জাগরণ।

লকডাউনে ১০০-র বেশি পরিবারের পাশে পলতার আরোগ্য অঞ্জলি ও নদিয়ার জাগরণ

একশোরও বেশি পরিবারের এক মাসের রেশনের ব্যবস্থা করল সংস্থা দুটি। প্রশান্ত ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশনের সহায়তায় এখানকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হলো চাল, ডাল, আলু, তেল, সয়াবিন, আটা চিড়ে, গুড় সহ নানান খাদ্যসামগ্রী। বয়স্ক ও শিশুদের জন্য দেওয়া হয় পুষ্টিকর খাবার। সেই সঙ্গে ধান সবুজের মাঠ কাব্যগ্রন্থের রচয়িতা শংকর ঘোষের হাতেও তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী। বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছেন তিনি।

আরোগ্য অঞ্জলি ও জাগরণের এই এই মানবিক সেবা হাসি ফোটানো পিছিয়ে পড়া বর্গের এইসা মানুষের।
সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা যুদ্ধের সৈনিকেরা এইসব মানুষের হাতে তুলে দেন ত্রাণসামগ্রী।

করোনা মোকাবিলায় এবার অবিজেপি নেতৃত্বের বৈঠক, থাকবেন মমতাকরোনা মোকাবিলায় এবার অবিজেপি নেতৃত্বের বৈঠক, থাকবেন মমতা

English summary
arogya anjali of palta and jagaron of nadia stands beside 100 familes amid lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X