For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বুলবুলে’র ছোবলে 'বিপদ' বাংলার উপকূলে! মোতায়েন সেনা, তৈরি বিমান-হেলিকপ্টারও

শনিবার সন্ধ্যায় বাংলার বুকে আছড়ে পড়বে সুপার সাইক্লোন বুলবুল। সতর্কতা জারি করার পর প্রশান তৈরি উদ্ধারকার্যে। বাংলার সমুদ্র উপকূলীয় অঞ্চলে মোতায়েন রাখা হয়েছে নৌ-জাহাজ ও বিমান।

  • |
Google Oneindia Bengali News

শনিবার সন্ধ্যায় বাংলার বুকে আছড়ে পড়বে সুপার সাইক্লোন বুলবুল। সতর্কতা জারি করার পর প্রশাসন তৈরি উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ার জন্য। বাংলার সমুদ্র উপকূলীয় অঞ্চলে মোতায়েন রাখা হয়েছে নৌ-জাহাজ ও বিমান। উদ্ধার ও ত্রাণ সামগ্রী নিয়ে স্ট্যান্ডবাই রাখা হয়েছে, জাহাজ ও বিমানগুলিকে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে সেনাবাহিনীকে তৈরি থাকতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল ক্রমশ উত্তর-পূর্ব দিকে ধেয়ে যাচ্ছে

ঘূর্ণিঝড় বুলবুল ক্রমশ উত্তর-পূর্ব দিকে ধেয়ে যাচ্ছে

আইএমডি সূত্রে জানানো হয়েছে, সাইক্লোন বুলবুল শনিবার রাতের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যস্থলে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় বুলবুল ক্রমশ উত্তর-পূর্ব দিকে ধেয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ উপকূল ধরে তা বাংলাদেশের দিকে যাচ্ছে।

সাগরদ্বীপ থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে

সাগরদ্বীপ থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে

ঘূর্ণিঝড়ের শেষ আপডেটে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সাগরদ্বীপ থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। ঝড়টি পূর্ব মেদিনীপুর জেলার দিঘার উপকূল থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড় বুলবুলের গতি

স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড় বুলবুলের গতি

আলিপুর হাওয়া অফিসের ডিরেক্টর জি কে দাস জানান, স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড় বুলবুলের গতি থাকবে ১২০ থেকে ১৩৫ কিলোমিটার। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। সেই ছোবল আটকাতে উপকূলে মোতায়েন রাখা হয়েছে ভারতী নৌবাহিনী।

তিন কোম্পানি নৌবাহিনীকে স্ট্যান্ডবাই আছে

তিন কোম্পানি নৌবাহিনীকে স্ট্যান্ডবাই আছে

ত্রাণ সামগ্রী নিয়ে বিশাখাপত্তনম উপকূলে তিন কোম্পানি নৌবাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। রাখা হয়েছে বিমানবাহিনীও। হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে উদ্ধারকার্য চালানোর জন্য। দশটি ডাইভিং এবং মেডিকেল দলকেও প্রস্তুত রাখা হয়েছে।

রবিবার সকালেই বাংলাদেশের দিকে ঘুরে যাবে ঘূর্ণিঝড়

রবিবার সকালেই বাংলাদেশের দিকে ঘুরে যাবে ঘূর্ণিঝড়

আলিপুর হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, রবিবার সকালেই বাংলাদেশের দিকে ঘুরে যাবে এই ঘূর্ণিঝড়। দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। রবিবার দুপুর পর্যন্ত ঝোড়ো বাতাস বইবে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হবে ঘূর্ণিঝড় বুলবুলরে জেরে।

English summary
Army deployed in coast due to rescue after Cyclone ‘Bulbul’ landfall. Administration keeps standby the aircraft and ships
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X