For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থানায় তাণ্ডব পুলিশকর্মীদের, বেধড়ক মার! 'চাঞ্চল্য' প্রশাসনে

থানায় হামলা চালালেন পুলিশ কর্মীরাই। অন্তত এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনাস্থল আরামবাগ থানা।

Google Oneindia Bengali News

থানায় হামলা চালালেন পুলিশ কর্মীরাই। অন্তত এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনাস্থল আরামবাগ থানা। বৃহস্পতিবার রাতে থানায় হামলা চালান রাজ্য পুলিশের প্রায় জনা ৭০ কর্মী। সেখানে কাজে যাওয়া সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। এসম্পর্কে কোনও বিবৃতি পাওয়া যায়নি রাজ্য পুলিশের তরফ থেকে।

থানায় তাণ্ডব পুলিশকর্মীদের, বেধড়ক মার! খবরে চাঞ্চল্য প্রশাসনে

সূত্রের খবর অনুযায়ী, কোচবিহার থেকে ভোটের ডিউটিতে আরামবাগ গিয়েছিলেন জনা সত্তর জওয়ান। ভোটের কাজে সেখান থেকে তাঁদের যাওয়ার কথা ছিল মেদিনীপুর।
বর্তমানে তাঁরা ছিলেন আরামবাগ বয়েজ স্কুলে। বৃহস্পতিবার মেদিনীপুর যাওয়ার জন্য তাঁরা তৈরি ছিলেন। কিন্তু সময় মতো পর্যাপ্ত বাস পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়
তাঁদের। রাত সাড়ে দশটা নাগাদ একটি বাস এলেও, অপর একটির জন্য দাঁড়িয়ে থাকতে হয়। এই সময় তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে জানা গিয়েছে। থানায় ঢুকে সেখানে থাকা পুলিশকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।

ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরা। তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। তবে এই হামলা নিয়ে রাজ্য প্রশাসনের তরফে থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। কথা বলতে রাজি হননি কোনও আধিকারিক।

English summary
Armed forces from Coochbihar ransacked Arambag Police station due to not getting bus. About 70Armed forces jawans come for polling duty in South Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X