For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেশন নিয়ে জ্যোতিপ্রিয়র হয়ে সাফাই! তৃণমূল নেতা-মন্ত্রীদের ‘চ্যালেঞ্জ’ দিলেন অর্জুন

রেশন নিয়ে জ্যোতিপ্রিয়র হয়ে সাফাই! তৃণমূল নেতা-মন্ত্রীদের ‘চ্যালেঞ্জ’ দিলেন অর্জুন

Google Oneindia Bengali News

আর একা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়কে নয়, রেশন ব্যবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যেমন দায়ী করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং, ঠিক একইভাবে তিনি চ্যালেঞ্জ দিলেন রাজ্যের সমস্ত তৃণমূল নেতা-মন্ত্রীকে। পুরো তৃণমূল দলকে কাঠগড়ায় তুলে অর্জুন জানালেন পুরো দলটাই দুর্নীতিপরায়ণ।

অর্জুনের চ্যালেঞ্জ তৃণমূল নেতাদের

অর্জুনের চ্যালেঞ্জ তৃণমূল নেতাদের

অর্জুন অভিযোগ করেন, প্রত্যেক তৃণমূল নেতার ঘরে রেশনের চাল মজুত করা আছে। এমন কোনও নেতা নেই, যাঁর ঘরে রেশেনর চাল মজুত করা নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি। তাঁর অভিযোগ, বাংলায় বহু রকমের রেশন চলে। একটা পিসির রেশন, একটা ভাইপোর রেশন। তাই আমরা প্রতিবাদে নেমেছি।

রেশন ব্যবস্থা ধসে গিয়েছে রাজ্যে

রেশন ব্যবস্থা ধসে গিয়েছে রাজ্যে

বিজেপির সাংসদ অভিযোগ করেন, আজ যে রেশন পাচ্ছেন এটা মার্চ মাসের। সবাই দেখতে পাচ্ছেন রাজ্যের রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এফসিআইয়ের চাল নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। এফসিআইয়ের চাল রাইস মিলের গোডাউনে পাওয়া যাচ্ছে। সেখানে চেঞ্জ হচ্ছে। রেশনে চাল পাচ্ছেন না। যেখানে অভিযোগ হচ্ছে, সেখানেই সমস্যার বাতাবরণ।

মুখ্যমন্ত্রীই রেশন ব্যবস্থা ভেঙে পড়ার জন্য দায়ী

মুখ্যমন্ত্রীই রেশন ব্যবস্থা ভেঙে পড়ার জন্য দায়ী

অর্জুনের কথায়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নন, বাংলার মুখ্যমন্ত্রীই রেশন ব্যবস্থা ভেঙে পড়ার জন্য দায়ী। তিনি এই কারণেই যে, প্রতি মাসে ৭০ কোটি টাকা দিতে পিসি-ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানিকে। আর অযথা খাদ্য দফতরের সচিবকে কম্পালসারি ওয়েটিং-এ পাঠিয়ে দিয়ে সাধু সাজছে সরকার।

রাজ্যে নৈরাজ্য রেশন থেকে পুলিশ-হাসপাতালেও

রাজ্যে নৈরাজ্য রেশন থেকে পুলিশ-হাসপাতালেও

অর্জুন আরও বলেন, শুধু রেশন ব্যবস্থাই নয়, ভেঙে পড়েছে পুলিশ ব্যবস্থা, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থাও। হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, লাশ রাতের বেলায় পুড়িয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের লোকই প্রতিবাদ করছে। তাঁকেও গ্রেফতার করা হচ্ছে। এই অবস্থা চলছে রাজ্যে।

ফিরহাদের জবাব

ফিরহাদের জবাব

অর্জুনের এই কথার প্রত্যুত্তরে বলেন, এর জবাব রাজ্য সরকার দেবে। বিজেপি রাজনীতি করছে। রেশন ব্যবস্থা একটা বিরাট ব্যবস্থা। কোনও কোনও জায়গায় সমস্যা হচ্ছে। আমরা তা মেটানোর চেষ্টা করছি। কিন্তু এই সংকট সময়ে এভাবে রাজনীতির বিষ ছড়ানোর কোনও অর্থ হয় না।

'ওয়ানস আপ-অন এ ভাইরাস’: করোনা-উৎস বিতর্কে ট্রাম্পকে অ্যানিমেশনে জবাব চিনের 'ওয়ানস আপ-অন এ ভাইরাস’: করোনা-উৎস বিতর্কে ট্রাম্পকে অ্যানিমেশনে জবাব চিনের

English summary
Arjun Singh throws challenge to TMC leaders about ration corruption
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X