For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে পরিণত হবে বারাকপুর! মমতাকে নিশানায় প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন অর্জুন

বারাকপুরকে নন্দীগ্রামে পরিণত করতে সময় লাগবে না। সাফ হুঁশিয়ারি তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ অর্জুন সিংয়ের।

Google Oneindia Bengali News

বারাকপুরকে নন্দীগ্রামে পরিণত করতে সময় লাগবে না। সাফ হুঁশিয়ারি তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বারাকপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ অর্জুন সিংয়ের। তিনি তৃণমূলকে নিশানা করে তোপ দাগলেন, যদি নিরীহ মানুষের গায়ে আঘাত লাগে, তবে বারাকপুর যে নন্দীগ্রামে পরিণত হবে না, এমন গ্যারান্টি নেই।

বারাকপুর নন্দীগ্রামে পরিণত হবে! প্রচ্ছন্ন হুঁশিয়ারি অর্জুনের

অর্জুন সিংয়ের অভিযোগ, পার্টি অফিস পুনরুদ্ধারের নামে এলাকায় এসে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। এসব বরদাস্ত করা হবে না। তিনি মমতা বন্যোূ পাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব পার্টি অফিসের কথা ভুলে যান। এখানে আর তৃণমূলের পতাকা উড়বে না।

এদিন পার্টি অফিস পুনরুদ্ধারে এসে জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ অন্যান্যা নেতা-মন্ত্রীরা যখন বৈঠকে ব্যস্ত, তখন পার্টি অফিসের বাইরে জমায়েত হয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তা নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাঁচড়াপাড়ায় দফায় দফায় সংঘর্ষ বাধে। ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে নাকাল হতে হয় পুলিশকে।

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, সাধারণ মানুষের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা দেখুন বিজেপি জোর করে সন্ত্রাস চালিয়ে পার্টি অফিস দখল করে নিয়েছে। আপনারাই দেখুন, আপনারাই বিচার করুন। আর তার পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, পুলিশের পাহারা দেওয়া কাজ, আপনাদের কাজ আপনারা করুন, এলাকায় ঘুরুন, কিন্তু নিরীহ মানুষের উপর অত্যাচার হলে বারাকপুর যে নন্দীগ্রাম হবে না, এমন গ্যারান্টি দিতে পারছি না।

English summary
Arjun Singh threatens to Mamata Banerjee that Barakpur will be Nandigram. The unrest situation in Barakpur spread violence day to day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X