For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেন দেওয়া হয়েছে, তাতে কালি নেই! নাড্ডার সঙ্গে সাক্ষাতের আগে বিস্ফোরক অর্জুন

শুরুটা করেছিলেন পাটশিল্পের অবস্থা নিয়ে। তার ফলাফল এখনও না পাওয়া গেলেও এবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন ব্যারাকপুরের বিজেপি (bjp) সাংসদ অর্জুন সিং (arjun singh)। তাঁকে পেন দেওয়া হলেও তাতে কালি নেই বলে কটাক্

Google Oneindia Bengali News

শুরুটা করেছিলেন পাটশিল্পের অবস্থা নিয়ে। তার ফলাফল এখনও না পাওয়া গেলেও এবার রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন ব্যারাকপুরের বিজেপি (bjp) সাংসদ অর্জুন সিং (arjun singh)। তাঁকে পেন দেওয়া হলেও তাতে কালি নেই বলে কটাক্ষ করেন অর্জুন সিং। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (jp nadda) সঙ্গে সাক্ষাতের আগে বিজেপি সাংসদের এদিনের একের পর এক মন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

সভাপতি তিনি, আর সঞ্চালনায় অন্য কেউ

সভাপতি তিনি, আর সঞ্চালনায় অন্য কেউ

অর্জুন সিং এদিন সাংবাদিকদের বলেন, সভাপতি তিনি আর সঞ্চালনা করছেন অন্য কেউ, তা চলতে পারে না। তিনি বলেন, যাঁরা প্রতিদিন রাস্তায় থাকেন, তাঁদের সঞ্চায়লনা করা যায় না। অর্জুন সিং বলেন, তিনি সংগঠনের লোক। তিনি বুঝিয়ে দেন, তাঁকে সংগঠন না করতে দিয়ে, যাঁদের সংগঠনের দায়িত্ব দেওয়া হচ্ছে, তাঁরা পটু নন। তিনি আরও বলেন, যে যেটা বোঝে, তাঁকে সেইভাবে কাজ লাগালে ভাল হয়। তিনি এব্যাপারে দলের গোষ্ঠী দ্বন্দ্বের ইঙ্গিত করেন। তিনি বলেন সিপিএম এবং তৃণমূলের থেকে উল্টো পথে চলছে বিজেপি।

তাঁকে দিয়ে তাঁর কাজই করানো উচিত

তাঁকে দিয়ে তাঁর কাজই করানো উচিত

অর্জুন সিং বলেন, তাঁকে উড়োজাহাজ তৈরি করতে বললে তিনি তা করতে পারবেন না। তাঁর কাজ, তাঁকে দিয়ে করাতে হবে। কেননা তিনি ভোটের রাজনীতি করেন। ভোট কীভাবে করতে হয়, করাতে হয়, তা তিনি সিপিএম-এর কাছ থেকে শিখেছেন বলেও জানিয়েছেন অর্জুন। কিন্তু এব্যাপারে তাঁকে দায়িত্ব না দিয়ে যদি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, তাতে যা হওয়ার তাই হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।

ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ করা উচিত

ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ করা উচিত

অর্জুন সিং এদিন বলেন, ফেসবুক-হোয়াটসঅ্যাপের ওপরে সংগঠন চলে না। তিনি বলেন, রাজনীতিতে কেউ জননেতা কেউ সংগঠনের নেতা হয়ে থাকেন। কিন্তু সংগঠনের সবাই যদি প্রকাশিত হয়ে যান, তাহলে নিচুতলায় কীভাবে কাজ হবে ? ফেসবুক-হোয়াটসঅ্যাপে ছবি দেওয়ার যে সিস্টেম চালু করা হয়েছে, তা বন্ধ করে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে বিজেপির যে সংগঠন তাকে আনচ্যালেঞ্জড বলেও মন্তব্য করেন তিনি। যদি সংগঠনকে ঠিকভাবে চালানো যায়, তাহলে কোনও রাজ্যে কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

বুথ সংগঠনে জল মেশানো আছে

বুথ সংগঠনে জল মেশানো আছে

অর্জুন সিং এদিন বলেন, রাজ্যে বুথস্তরে বিজেপির তেমন কোনও সংগঠন নেই। যা বলা হয়, তাতে জল মেশানো রয়েছে। সেখানে যারা কাজ করছে না, তাদের সরিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেছেন, বাংলায় সরকার পরিবর্তন করতে গেলে তৃণমূল স্তরের রাজনীতি করতে হবে।

জেপি নাড্ডার সঙ্গে বৈঠক প্রসঙ্গ

জেপি নাড্ডার সঙ্গে বৈঠক প্রসঙ্গ

জেপি নাড্ডার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, কতটা সময় পাওয়া যাবে, তার ওপরে নির্ভর করছে সবকিছু। তবে কি এই বৈঠকটাকেই শেষ বৈঠক বলে মনে করছেন, সেই প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলে, শুরুর বৈঠকও বলা যেতে পারে। তবে কাল কী হবে তিনি তা বলতে পারছেন না।

সাগরে ফের ঘূর্ণাবর্ত! উপকূলে ৫ দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া দফতরেরসাগরে ফের ঘূর্ণাবর্ত! উপকূলে ৫ দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

English summary
Arjun Singh targets state BJP leadership before his meeting with party president JP Nadda.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X