For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফানের টাকা তছরুপ নিয়ে বিস্ফোরক সাংসদ অর্জুন সিং

আম্ফানের টাকা তছরুপ নিয়ে বিস্ফোরক সাংসদ অর্জুন সিং

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

আম্ফানের টাকা তছরুপ নিয়ে বিস্ফোরক সাংসদ অর্জুন সিং। প্রশাসন ও অ্যাডমিনিস্ট্রেশন দুয়ে মিলে বাংলার মানুষের উপর অত্যাচার করছে বলে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন তিনি।

আম্ফানের টাকা তছরুপ নিয়ে বিস্ফোরক সাংসদ অর্জুন সিং

তাঁরা দাবি, বাংলার মানুষের হকের টাকা যা কেন্দ্র দিয়েছে, তা লুটপাট করছে তৃণমূল।উপরের সারিতে লুটপাট চালাচ্ছে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড। আর নিচের সারিতে এমএলএ, চেয়ারম্যান, কাউন্সিলরা। দায়িত্ব নিয়ে লুটপাট করছে।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের জন্য নয় নিজের পার্টির জন্য কাজ করছে। যাদের পাকা বাড়ি, মাথায় ছাদ আছে তাদেরকে আমফানের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এমনকি নিজের আত্মীয়দেরও টাকা দেওয়া হয়েছে। গাড়লি পুরসভায় চেয়ারম্যান নিজের ড্রাইভার, খালাসী, বাড়ির কাজের লোকদের বেতন মিটিয়েছে এই ক্ষতিপূরণের টাকা দিয়ে। কোথাও মহিলা কাউন্সিলরের তার স্বামীর নামে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধেও তাঁদের আত্মীয়দের টাকা দেওয়ার অভিযোগ করেন তিনি।

পাশাপাশি, তিনি বলেন, মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে নিজে বলেন চুরি করবে না, ত্রান দেওয়ায় রং না দেখতে, ত্রাণ নিয়ে রাজনীতি করবে না। এই সবটাই নিজে ভালো সাজার জন্য করেন। আসলে উপরের স্তরের সঙ্গে নিচের স্তরের সেটিং ৭৫ শতাংশ আর ২৫ শতাংশের। তোমরা ৭৫ শতাংশ আমাকে দাও আর ২৫% লুটেপুটে নাও।‌

এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা খতিয়ে দেখারও আর্জি জানিয়েছেন বলে জানান তিনি পাশাপাশি এ নিয়ে কলকাতা হাইকোর্টের একটি মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

’৭৭-এর মতো একুশেই ক্ষমতায় সিপিএম! তৃণমূলের ভুলের পথে ধরে কামব্যাক, বললেন সূর্য

English summary
Arjun singh takes a jibe at Mamata Banerjee's government for Corruption regarding amphan money,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X