For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ছাড়তে চলেছেন আরও এক বিধায়ক, অর্জুনের তৃণমূলে যোগদানের পরও রক্তক্ষরণ

একুশের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু এখন সেই সংখ্যাটা নেমে গিয়েছে ৭০-এ। আরও এক বিধায়ক বিজেপি ছাড়তে চলেছেন। ফলে বিজেপির পরিষদীয় দল আরও ছোট হবে। নেমে যাবে ৭০-এর নীচে।

Google Oneindia Bengali News

একুশের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসনে জয় পেয়েছিল বিজেপি। কিন্তু এখন সেই সংখ্যাটা নেমে গিয়েছে ৭০-এ। আরও এক বিধায়ক বিজেপি ছাড়তে চলেছেন। ফলে বিজেপির পরিষদীয় দল আরও ছোট হবে। নেমে যাবে ৭০-এর নীচে। সেইসঙ্গে আরও এক ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে যাবে বিজেপি। বিধায়ক সংখ্যা আর এক জন কমলেই রাজ্যসভায় দু-জন সাংসদ পাঠাতে পারবে না তারা।

বিজেপি ৭৭ থেকে কমে হয়েছে ৭০

বিজেপি ৭৭ থেকে কমে হয়েছে ৭০

বিজেপিতে এক এক করে হেভিওয়েট নেতারা দল ছাড়ছেন। নির্বাচনের পরেই বিজেপিতে ইন্দ্রপতন হয়েছিল মুকুল রায়কে দিয়ে। তারপর আরও চার জন বিধায়ক হাতছাড়া হয়েছে বিজেপির। বিজেপির মোট পাঁচ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। আর দুজন বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদকেই বেছে নিয়েছেন। ফলে বিজেপি ৭৭ থেকে কমে হয়েছে ৭০।

আরও এক বিধায়কও হাতছাড়া হতে চলেছে বিজেপির

আরও এক বিধায়কও হাতছাড়া হতে চলেছে বিজেপির

রবিবার অর্জুন সিং বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিজেপিতে কাটিয়ে ঘরওয়াপসির পর তিনি আভাস দিলেন ভাটপাড়ার বিধায়ত তাঁর পুত্র পবন সিংকে নিয়ে। পবন সিংও যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, তা এক প্রশ্নের উত্তরে জানিয়ে দেন অর্জুন সিং। ফলে শুধু সাংসদ নয়, এক বিধায়কও হাতছাড়া হতে চলেছে বিজেপির।

আর এক জন কমলেই বিপদ বাড়বে বিজেপির

আর এক জন কমলেই বিপদ বাড়বে বিজেপির

অর্জুন-পুত্র পবন সিংয়ের তৃণমূলে যোগদানের পর বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে ৬৯-এ। এরপর আর এক জন কমলেই বিপদ। নিয়ম অনুযায়ী ৬৯ জন বিধায়ক থকাবলে তবেই দুজন সাংসদ পাঠানো যেতে পারে রাজ্যসভায়। কিন্তু সেই সংখ্যাটা ৬৮ হয়ে গেলে সম্ভব নয় রাজ্যসভার দুই প্রার্থীর মনোনয়ন।

অর্জুন সিংয়ের দলবদলের পরই জল্পনা

অর্জুন সিংয়ের দলবদলের পরই জল্পনা

এদিন অর্জুন সিংয়ের দলবদলের পরই জল্পনা শুরু হয় তাঁর বিধায়ক-পুত্র পবন সিংকে নিয়ে। বাবার পথ ধরে তিনিও যোগ দেবেন তৃণমূলে, এই সারসত্য অর্জুন সিং সরাসরি জানিয়ে দেন। ফলে আরও এক বিধায়ককে হারাতে চলেছে বিজেপি। বিজেপির বিধায়ক সংখ্যা কমার ধারা অব্যাহত থাকছে। পবন সিং যদি তৃণমূলে যোগ দেন তিনি হবেন ষষ্ঠ বিধায়ক।

মুকুল রায়কে দিয়ে রক্তক্ষরণ শুরু, তারপর...

মুকুল রায়কে দিয়ে রক্তক্ষরণ শুরু, তারপর...

মুকুল রায়কে দিয়ে রক্তক্ষরণ শুরু হয়েছিল বিজেপির পরিষদীয় টিমে। তারপর আরও চার বিধায়ক বিজেপি ছেড়েছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল-অনুগামী বলে পরিচিত বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের তন্ময় বসু, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

তৃণমূলও চাইবে ফের প্রত্যাঘাত করতে

তৃণমূলও চাইবে ফের প্রত্যাঘাত করতে

তারপর অর্জুন সিংয়ের ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিং রয়েছেন লাইনে। এরপর বিজেপিকে সতর্ক থাকতে হবে, যাতে আর কোনও বিধায়ক দল না ছাড়েন। তাহলেই এক রাজ্যসভার সাংসদ হারাবে বিজেপি। পক্ষান্তরে তৃণমূলও চাইবে ফের প্রত্যাঘাত করতে। এবং রাজ্যসভায় বিজেপির শক্তিহরণ করতে।

English summary
Arjun Singh says more one MLA leaves BJP after joining in TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X