For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাসতালুকে অর্জুন অনুগামীদের বাড়ি-গাড়িতে 'হামলা'! অভিযুক্ত তৃণমূল

অর্জুন সিং-এর খাসতালুক ভাটপাড়ায় অর্জুন অনুগামীদের বাড়ি-গাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

  • |
Google Oneindia Bengali News

অর্জুন সিং-এর খাসতালুক ভাটপাড়ায় অর্জুন অনুগামীদের বাড়ি-গাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। বিষয়টি নিয়ে জগদ্দল থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। অশান্তি রুখতে এলাকায় র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

খাসতালুকে অর্জুন অনুগামীদের বাড়ি-গাড়িতে হামলা! অভিযুক্ত তৃণমূল

সূত্রের খূবর অনুযায়ী, এদিন সকালে ভাটপাড়ার মেঘনা মোড়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন অনুগামীদের বাড়িতে হামলা চালানো হয়। যা সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়ে। পরে জগদ্দল থানার পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাটপাড়ার মেঘনা মোড়ে অর্জুন সিং-এর অফিসটি বেশ পুরনো। অর্জুন সিং বিধায়ক হিসেবে বসতেন সেখানে। আশপাশেই রয়েছে তাঁর কয়েকজন অনুগামীদের বাড়ি। বৃহস্পতিবার অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর শুক্রবার বেশ কয়েকজন অনুগামী বিজেপিতে যোগ দেন। সেইসব জায়গাতেই এদিন সকালে হামলা চালানো হয় বলে অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী এই হামলার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এলাকায় উত্তেজনা ছড়ায়।

[আরও পড়ুন:তৃণমূল একটা ক্লাব! 'প্রমাণ' জমা দিয়ে মুকুল বললেন, ভয় পেয়েছে তৃণমূল][আরও পড়ুন:তৃণমূল একটা ক্লাব! 'প্রমাণ' জমা দিয়ে মুকুল বললেন, ভয় পেয়েছে তৃণমূল]

পরে বিজেপি সমর্থকরা জগদ্দল থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অর্জুন সিং-এর অনুগামীদের অভিযোগ, তৃণমূল নেতা সঞ্জয় সিং-এর লোকজন এই হামলা চালিয়েছে। বিষয়টি নিয়ে সঞ্জয় সিং-এর পাল্টা অভিযোগ বিজেপির দিকেই। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিষয়টিতে রাজনীতির কোনও যোগ নেই।

[আরও পড়ুন; ওড়িশায় ফুলে-ফেঁপে উঠছে বিজেপি, কংগ্রেস-বিজেডি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে][আরও পড়ুন; ওড়িশায় ফুলে-ফেঁপে উঠছে বিজেপি, কংগ্রেস-বিজেডি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে]

[আরও পড়ুন: কার সঙ্গে কার তুলনা! তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের][আরও পড়ুন: কার সঙ্গে কার তুলনা! তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের]

English summary
Arjun Singh loyalists were allegedly attacked by TMC goons in Bhatpara
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X