For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এ নয় ২০১৯-এই ফিনিশ তৃণমূল! ৬ মাসের মধ্যেই রাজ্যে ভোট, দাবি অর্জুনের

২০১৯, বিজেপি ফিনিশ। লোকসভা ভোটের আগে আওয়াজ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা-ই বুমেরাং হয়ে ফিরেছে তাদের কাছে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রাপ্তি ঘটেছে মাত্র ২২টি আসন।

Google Oneindia Bengali News

২০১৯, বিজেপি ফিনিশ। লোকসভা ভোটের আগে আওয়াজ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা-ই বুমেরাং হয়ে ফিরেছে তাদের কাছে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রাপ্তি ঘটেছে মাত্র ২২টি আসন। আর বিজেপি ১৮টি আসন নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তৃণমূলের। এই অবস্থায় তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন অর্জুন সিং। তিনি বলেন, মাত্র ছ-মাসের মধ্যেই তৃণমূল সরকারের পতন ঘটবে।

২০২১-এ নয়, ২০১৯-এই তৃণমূল ফিনিশ

২০২১-এ নয়, ২০১৯-এই তৃণমূল ফিনিশ

তৃণমূলকে পাল্টা দিয়ে বিজেপি এখন স্লোগান তুলেছে, ২০২১-এ নয়, ২০১৯-এই তৃণমূল ফিনিশ। মুকুল রায় বলেছিলেন তাঁর সঙ্গে যোগাযোগ রাখে ১৪০ জন তৃণমূল বিধায়ক। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ওই সংখ্যাটা যদি সত্যিই ১৪০ হয়, তাহলে মা-মাটি-মানুষের সরকারের পতন অনিবার্য।

লোকসভার ধাক্কা কাটাতে পারেনি তৃণমূল

লোকসভার ধাক্কা কাটাতে পারেনি তৃণমূল

রাজনৈতিক মহল মনে করছে, লোকসভার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি তৃণমূল। তার উপর উড়ে এসে জুড়ে বসেছে কাটমানি ভূত। বর্তমানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক নয়। পরিস্থিতি বিচার করেই অর্জুন সিং তোপ দাগেন, রাজ্যে পরিবর্তনের আবহ তৈরি হয়ে গিয়েছে। পরিবর্তন স্রেফ সময়ের অপেক্ষা।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন স্বার্থক হবে

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন স্বার্থক হবে

নদিয়ার গয়েশপুরে এ অনুষ্ঠানে গিয়ে বারাকপুরের সাংসদ বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন স্বার্থক হবে রাজ্যে পরিবর্তন হলে। আর মাত্র ছমাস। তারপরই ক্ষমতায় আসবে বিজেপি। গণতান্ত্রিক পথেই বিজেপি আসবে রাজ্যে। বিদায় নেবে তৃণমূল। রাজ্য থেকে তৃণমূলের নাম ও নিশান মুছে যাবে চিরতরে।

English summary
BJP MP Arjun Singh demand assembly election will be conduct within 6 months. TMC will be finished in 2019, no wait for 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X