For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাটপাড়ার রাশ তৃণমূলের হাতেই! টাকা দিয়ে কাউন্সিলর কেনার অভিযোগ অর্জুনের

বিজেপিতে যোগদানের পরই ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অর্জুন সিং ঘোষণা করেছিলেন অন্তত ২২ জন কাউন্সিলর তাঁর সঙ্গে রয়েছেন।

Google Oneindia Bengali News

বিজেপিতে যোগদানের পরই ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অর্জুন সিং ঘোষণা করেছিলেন অন্তত ২২ জন কাউন্সিলর তাঁর সঙ্গে রয়েছেন। কিন্তু তারপর দেখা যায় ২১ জন কাউন্সিলর সংঘবদ্ধ হয়ে অর্জুন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা আনলেন। এই ঘটনায় ঘোড়া কোনা-বেচার অভিযোগ আনলেন দলত্যাগী বিধায়ক।

ভাটপাড়ার রাশ তৃণমূলের হাতেই! টাকা দিয়ে কাউন্সিলর কেনার অভিযোগ অর্জুনের

তিনি অভিযোগ করেন, টাকা দিয়ে কাউন্সিলর কিনেছে তৃণমূল। ৪০-৪৫ লক্ষ টাকা দিয়ে কাউন্সিলর কেনা হয়েছে। ভাটপাড়ার অফিসে বসেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন চারবারের তৃণমূল বিধায়ক তথা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং। অর্জুনের এই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দেন জ্যোতিপ্রিয় মল্লিক।

তৃণমূলের পক্ষ থেকে তিনি জানান, তৃণমূল কখনও টাকা দিয়ে প্রতিনিধি কেনে না। তৃণমূলের অত টাকা নেই। ওটা করে বিজেপি। দেশের বিভিন্ন রাজ্যে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে এবং অভিযোগও উঠে এসেছে। তৃণমূলের এক কাউন্সিলর জানান, অর্জুন সিংয়ের মুখে ঘোড়া কেনাবেচার অভিযোগ প্রমাণ করছে, ভাটপাড়ায় আর অর্জুন-রাজ চলছে না। মাসল পাওয়ার দিয়ে রাজনীতির দিন শেষ।

[আরও পড়ুন: বিজেপিতে যোগ দিতেই অর্জুনের বিরুদ্ধে অনাস্থা, ভাটপাড়া পুরসভায় ভোটের আগে 'ভোট'][আরও পড়ুন: বিজেপিতে যোগ দিতেই অর্জুনের বিরুদ্ধে অনাস্থা, ভাটপাড়া পুরসভায় ভোটের আগে 'ভোট']

উল্লেখ্য, বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে টিকিট না পাওয়ায় অসন্তোষের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিং।

[আরও পড়ুন: গোয়ায় শপথ নেওয়ার পথে নতুন মুখ্যমন্ত্রী! রাত ৯ টায় অনুষ্ঠান, সূত্রের খবর][আরও পড়ুন: গোয়ায় শপথ নেওয়ার পথে নতুন মুখ্যমন্ত্রী! রাত ৯ টায় অনুষ্ঠান, সূত্রের খবর]

তারপরই তিনি জানান, ২২ জন কাউন্সিলর তার সঙ্গে রয়েছেন। ৩৫ ওয়ার্ডের ভাটপাড়া পুরসভায় তৃণমূলের ক্ষমতা হারানোর আশঙ্কা তৈরি হয়। সোমবার বিধানসভায় ফিরহাদ হাকিম ও জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বৈঠকের পর দেখা যাচ্ছে তৃণমূলের পালেই হাওয়া বইছে। উল্লেখ্য, ভাটপাড়া পুরসভায় কাউন্সিলরের সংখ্যা ৩৫ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি ৩৪-এর ৩৩ জন তৃণমূলের, একজন সিপিএমের কাউন্সিলর।

[আরও পড়ুন: প্রদেশ কংগ্রেসের প্রথম পর্যায়ের তালিকা! সম্ভাব্য তালিকায় রয়েছেন যাঁদের নাম][আরও পড়ুন: প্রদেশ কংগ্রেসের প্রথম পর্যায়ের তালিকা! সম্ভাব্য তালিকায় রয়েছেন যাঁদের নাম]

English summary
Arjun Singh complains TMC buys councilors in Vatpara municipality. 21 councilors demands no confidence against Arjun Singh,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X