For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণি পাকে বঙ্গোপসাগরকেও টেক্কা! আরব সাগর ধরে ধেয়ে আসছে চতুর্থ সাইক্লোন ‘মহা’

এতদিন নিম্নচাপ হোক বা দূরন্ত ঘূর্ণি। বঙ্গোপসাগরের ধারেকাছে কেউ থাকত না। এবার ঠিক বিপরীত চিত্র। এবছর আরব সাগর অনেক বেশি নিম্নচাপপ্রবণ হয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

এতদিন নিম্নচাপ হোক বা দূরন্ত ঘূর্ণি। বঙ্গোপসাগরের ধারেকাছে কেউ থাকত না। এবার ঠিক বিপরীত চিত্র। এবছর আরব সাগর অনেক বেশি নিম্নচাপপ্রবণ হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরের তুলনায় অনেক বেশি নিম্নচাপ ও সাইক্লোন সৃষ্টি হয়েছে আরব সাগরের বুকে। বঙ্গোপসাগরে তুলনায় চারগুণ এগিয়ে রয়েছে আরব সাগর।

কিয়ারের পর চতুর্থ সাইক্লোন আরব সাগরে

কিয়ারের পর চতুর্থ সাইক্লোন আরব সাগরে

আরব সাগরে কিয়ারের পর আরও এক সাইক্লোন বাসা বেঁধেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই চতুর্থ সাইক্লোন রূপে আরব সাগরে দাপাতে শুরু করবে এই ‘মহা'। লাক্ষাদ্বীপ থেকে ভারতের উত্তর-পশ্চিম উপকূলের দিকে ধেয়ে যেতে শুরু করবে এই সাইক্লোন। বর্তমানে এই সাইক্লোন ‘মহা' লাক্ষাদ্বীপের সন্নিকটে অবস্থান করছে।

বঙ্গোপসাগরকে পাল্লা দিচ্ছে আরব সাগর

বঙ্গোপসাগরকে পাল্লা দিচ্ছে আরব সাগর

এর আগে শ্রীলঙ্কা উপকূলে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল। পরে এটি একটি নিম্নচাপ অঞ্চল বলে চিহ্নিতও হয়ে গিয়েছিল। এবার কিন্তু বদলে গিয়েছে সেই চিত্র। বঙ্গোপসাগরের পরিবর্তে আরব সাগরেই বেশি ঘূর্ণিঝড় দেখা দিচ্ছে। তারই ফলশ্রুতিতে আবার এক ঘূর্ণিঝড় ‘মহা' তীব্র রূপ নিতে শুরর করেছ্ কিয়ারের বিদায়ের আগেই।

বঙ্গোপসাগরকে টেক্কা দিয়ে আরব সাগরে চার

বঙ্গোপসাগরকে টেক্কা দিয়ে আরব সাগরে চার

সাধারণত বঙ্গোপসাগর আরও সক্রিয় থাকে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। এবার তুলনায় আরব সাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেশি হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে আরব সাগরে চারটি নিম্নচাপ সাইক্লোন হয়েছে। আর বঙ্গোপসাগরে চলতি বছরে একটি মাত্র ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, তা হল ঘূর্ণিঝড় ফানি।

আরব সাগরের বুকে ফের ঘূর্ণি-পাক

আরব সাগরের বুকে ফের ঘূর্ণি-পাক

এর আগে আরব সাগরের বুকে বাসা বেঁধেছিল ঘূর্ণিঝড় বায়ু, হিক্কা এবং কিয়ার। কিয়ারের পর আরব সাগরের বুথে চতুর্থ ঘূর্ণিঝড় হয়ে বইতে চলেছে ঘূর্ণিঝড় ‘মহা'। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আসার পথেই ঘূর্ণিঝড় ‘বায়ু' বাধ সেধেছিল। তারপরই ঘূর্ণিঝড় ‘হিক্কা' সেপ্টেম্বর মাসে হানা দিয়েছিল আরব সাগরে। অক্টোবরে ঘূর্ণিঝড় ‘কিয়ারে'র পর নভেম্বরের প্রথম সপ্তাহে ‘মহা' হাজির হয়েছে আরব সাগরের আকাশে।

৪৮ ঘণ্টায় সাইক্লোনের রূপ নেবে ‘মহা’

৪৮ ঘণ্টায় সাইক্লোনের রূপ নেবে ‘মহা’

বর্তমানে কমোরিন অঞ্চলে বিরাজ করছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপ ঘণীভূত হয়ে সাইক্লোনের রূপ নেবে ৪৮ ঘণ্টার মধ্যেই। তারপর লাক্ষাদ্বীপ অঞ্চল থেকে উত্তর-পশ্চিম দিকের দিকে এগিয়ে যাবে বলে মৌসম ভভনের তরফে জানানো হয়েছে। সেইমতো এখন থেকেই সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী অঞ্চলে।

English summary
Arabian sea now outmatches Bay of Bengal according to cyclone creation. Again Cyclone ‘Maha’ is created on Arabian Sea It is the fourth cyclone in Arabian Sea,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X