For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরি চাই! মন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়ে দাবি চাকরিপ্রার্থীদের, হুলুস্থূলকাণ্ড দুর্গাপুরে

শুধু ট্রেনিং নিয়ে কী হবে, চাকরি চাই -এই দাবিতেই কেন্দ্রীয়মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর শিল্পতালুকের শিক্ষানবীশরা।

  • |
Google Oneindia Bengali News

শুধু ট্রেনিং নিয়ে কী হবে, চাকরি চাই -এই দাবিতেই কেন্দ্রীয়মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন দুর্গাপুর শিল্পতালুকের শিক্ষানবীশরা। প্রায় পাঁচ শতাধিক শিক্ষানবীশ স্থায়ী চাকরির দাবিতে পরিদর্শনে আসা কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাওয়ায় পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। কেন্দ্রীয়মন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন সিআইএসএফের অফিসাররা।

চাকরি চাই! মন্ত্রীর গাড়ির সামনে শুয়ে পড়ে দাবি চাকরিপ্রার্থীদের, হুলুস্থূলকাণ্ড দুর্গাপুরে

শুক্রবার সকালে দুর্গাপুর ইস্পাতনগরী পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বীরেন্দ্র সিং। তখনই মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান অ্যাপ্রেন্টিসরা। সিআইএসএফের লাঠিচার্জে আহত হন তিন মহিলা-সহ পাঁচজন। তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার রাতেই মন্ত্রী দুর্গাপুরকে আসেন। এদিন সকালে তাঁর দুর্গাপুর, অ্যালয় ও ইসকো স্টিল প্ল্যান্টে পরিদর্শনেক কথা ছিল তাঁর।

[আরও পড়ুন: করজোড়ে জমির 'আবেদন' মমতার! হাজারো পরিকল্পনায় বিকল্প রাস্তা-ব্রিজ, হবে শিল্পও][আরও পড়ুন: করজোড়ে জমির 'আবেদন' মমতার! হাজারো পরিকল্পনায় বিকল্প রাস্তা-ব্রিজ, হবে শিল্পও]

দুর্গাপুর হাউস থেকে বের হওয়ার সময়ই শিক্ষানবীশরা মন্ত্রীকে ঘিরে ধরেন। তাঁরা গাড়ির সমনে শুয়ে পড়েন। তাঁরা চেয়েছিলেন স্মারকলিপি জমা দিতে, তা দিতে না দেওয়ার উত্তাল হয়ে যায় পরিস্থিতি। স্টিল প্ল্যান্টের শিক্ষানবীশদের দাবি, ২০১৬ থেকে তাঁরা কাজ করছেন, স্থায়ী কর্মীদের মতোই তাঁদের দায়িত্ব পালন করতে হচ্ছে, অথচ তাঁদের স্থায়ী চাকরির বন্দোবস্ত করা হচ্ছে না। পারিশ্রমিকও তুলনায় সামান্য।

[আরও পড়ুন: পরকীয়ায় মজে স্ত্রী-খুনের জমজমাট 'চিত্রনাট্য'! ১০ বছর পর যাবজ্জীবন স্বামী ও প্রেমিকার][আরও পড়ুন: পরকীয়ায় মজে স্ত্রী-খুনের জমজমাট 'চিত্রনাট্য'! ১০ বছর পর যাবজ্জীবন স্বামী ও প্রেমিকার]

দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ শুধু একটা সার্টিপিকেট দিয়েই দায় ঝেড়ে ফেলতে চাইছে। তারপর শিক্ষানবীশ হিসেবে তাঁদের আমানুষিক পরিশ্রম করানো হচ্ছে। এইসবই তাঁরা মন্ত্রীকে পেয়ে জানাতে চেয়েছিলেন। কিন্তু লাঠিচার্জ হয় তাঁদের ছত্রভঙ্গ করতে। এই ঘটনায় বিজেপি ও তৃণমূল একে অপরের ঘাড়ে দোষ চাপাতেই ব্যস্ত।

[আরও পড়ুন:ব্রিগেড ভরাতে বাংলায় আসছেন স্বয়ং মোদী, মমতাকে 'চ্যালেঞ্জ' চার 'কেন্দ্র' থেকে][আরও পড়ুন:ব্রিগেড ভরাতে বাংলায় আসছেন স্বয়ং মোদী, মমতাকে 'চ্যালেঞ্জ' চার 'কেন্দ্র' থেকে]

English summary
Apprentice show agitation in front of central minister demanding job. Durgapur is unrest for this agitation,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X