অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনে হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টের কাছে আবেদন
রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট। সোমবার এই আর্জি নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণের দ্বারস্থ হাইকোর্টের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল (এজি) বিমল চট্টোপাধ্যায়।

প্রধান বিচারপতির কাছে দেওয়া সাত পাতার চিঠিতে তাঁর আর্জি, গত ২০১১ সাল, ২০১৬ বিধানসভা নির্বাচন এবং ২০১৯ লোকসভা নির্বাচন এছড়াও পৌর ও পঞ্চায়েত নির্বাচনে একের পর এক হিংসার ঘটনা হয়েছে। যা রাজ্যের এবং রাজ্যের মানুষের জন্য খুবই ভয়ংকর। এতে গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে। তাই একজন শান্তি প্রিয় নাগরিকের পক্ষে হিংসার এই ঘটনা অসহনীয় বলেও ব্যক্ত করেছেন তিনি। রাজ্যে ভীত সন্ত্রস্ত হয়ে বাঁচতে হচ্ছে বলেও অভিযোগ এনেছেন তিনি।
তাই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আদালতের কাছে স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করার আর্জি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে নির্বাচন কমিশন সহ যারা ভোটের কাজে যুক্ত প্রতিটি সংস্থাকে নির্ভয়ে ভোট দানের ব্যবস্থা করাতে নির্দেশ।
সরকার-নির্বাচন কমিশনার সংঘাতের মাঝেই শেষ অন্ধ্রের পঞ্চায়েত ভোট, ফের ক্ষমতায় জগনমোহনের দল