For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আত্মসমর্পণ' করলেই মিলবে ১০০ দিনের কাজ, তৃণমূলের প্রভাবশালী নেতার মন্তব্যে কটাক্ষ বিরোধীদের

বিধানসভা ভোটের ফলাফল বেরিয়ে গিয়েছে একমাসের বেশি সময় হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় বিরোধীদের ওপরে হামলার অভিযোগ উঠলেও, তা এখন অনেকটাই কম। তবে তৃণমূল (trinamool congress) নেতাদের ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে বলেই অভিযে

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা ভোটের ফলাফল বেরিয়ে গিয়েছে একমাসের বেশি সময় হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় বিরোধীদের ওপরে হামলার অভিযোগ উঠলেও, তা এখন অনেকটাই কম। তবে তৃণমূল (trinamool congress) নেতাদের ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে বলেই অভিযোগ বিরোধীদের। ১০০ দিনের কাজের (100 days work) সুবিধা পেতে পেলে তৃণমূল করতে হবে, প্রভাবশালী নেতার নিদানে বিতর্ক চরমে।

ভাঙ্গড়ে এবারে জিতেছে আইএসএফ

ভাঙ্গড়ে এবারে জিতেছে আইএসএফ

এবারে রাজ্যে বাম ও কংগ্রেসের আসন সংখ্যা শূন্য হলেও সংযুক্ত মোর্চার নতুন শরিক আইএসএফ জিতেছে ভাঙ্গড়ে। প্রবল প্রতিদ্বন্দ্বিতায় পিরজাদা আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ সিদ্দিকি ওই আসনে জয়ী হয়েছেন। যা কোনওভাবেই মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেস।

সারেন্ডার না করলে কাজ নেই

সারেন্ডার না করলে কাজ নেই

বিধানসভায় হারলেও দাপট রয়েছে তৃণমূলের। প্রকাশিত খবর অনুযায়ী ভোগালি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাসসর হোসেন দলীয় কার্যালয়ে হওয়া এক অনুষ্ঠানে বলেন যাঁরা খামে ভোট দিয়ে জিতিয়ে এখনও তৃণমূলে সারেন্ডার করেনি, তারা ফুরফরায় গিয়ে কাজ করুক। ভোগালিতে তাঁদের কোনও কাজ নেই।

খাম নিয়ে ঘুরলে হবে না

খাম নিয়ে ঘুরলে হবে না

ওই নেতা আরও বলেছেন, স্থানীয় মানুষ সারেন্ডার করে ১০০ দিনের কাজ করুক অসুবিধা নেই। তা না হলে, ভোটের সময় খাম নিয়ে ঘুরে বেড়াবে, তা আর করা যাবে না। প্রসঙ্গত আইএসএফ-এর নির্বাচনী প্রতীক ছিল খাম। তাই তৃণমূল নেতা সংযুক্ত মোর্চার তরপে জয়ী নওশাদ সিদ্দিকেই এব্যাপারে টার্গেট করেছেন।

পাল্টা প্রতিক্রিয়া নওশাদের

পাল্টা প্রতিক্রিয়া নওশাদের

বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে নওশাদ সিদ্দিকি বলেছেন, একজন জন প্রতিনিধির কাছ থেকে এই ধরনের মন্তব্য কখলই কাম্য নয়। তাঁর দাবি কোনও ভেদাভেদ নয়, সবাইকেই কাজ দিতে হবে। না হলে তিনি উপযুক্ত কর্তৃপক্ষের সামনে বিষয়টি তুলে ধরে রাস্তায় নেমে প্রতিবাদ করবেন।

শুভেন্দুর সঙ্গে বৈঠক সেরেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল! সন্ত্রাস ইস্যুতে কেন্দ্রকে দিতে পারেন রিপোর্টশুভেন্দুর সঙ্গে বৈঠক সেরেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল! সন্ত্রাস ইস্যুতে কেন্দ্রকে দিতে পারেন রিপোর্ট

 রাজভবনে অনুপস্থিত বিজেপি বিধায়কদের নিয়ে ধ্বন্দ, শুভেন্দুকে যত্ন নিতে পরামর্শ তৃণমূলের রাজভবনে অনুপস্থিত বিজেপি বিধায়কদের নিয়ে ধ্বন্দ, শুভেন্দুকে যত্ন নিতে পরামর্শ তৃণমূলের

English summary
Anyone who is working for TMC, will get 100 days job, says Bhangar leader Mudassar Hossain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X