মনুয়া ও তার প্রেমিকের ফাঁসি চেয়ে আবেগঘন শাশুড়ি! অনুপম হত্যাকাণ্ডের রায় দান আজ
২০১৭ সালের ২ মে খুন হয়েছিলেন অনুপম সিং। সেই ঘটনায় গ্রেফতার করা হয় তাঁর স্ত্রী মনুয়া তাঁর প্রেমিক অজিত রায়কে। পুলিশি তদন্তে উঠে এসেছেলি মনুয়ার সঙ্গে অজিতের পরকীয়া সম্পর্কের জেরেই হয়েছিল এই খুন। সেই ঘটনার রায়দান আজ।

এদিন বারাসতের ফার্স্ট্র ট্র্যাক কোর্টে ঘোষিত হবে মামলার রায়। তার আগে আদালত চত্বরে পৌঁছে আবেগঘন হয়ে পড়েন অনুপমের মা। সন্তানহারা মায়ের আর্জি , আদালত যেন দোষীদের চরম শাস্তি দেয়। এর আগে, ২০১৭ সালের এই ঘটনায় পুলিশি তদন্তে একের পর এক চাঞ্চল্য়কর তথ্য উঠে আসতে থাকে। পুলিশি তদন্তে জানা যায় পরকীয়রা প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যাওয়াতেই এই হত্যাকাণ্ড।
[আরও পড়ুন: নজরবন্দির মধ্যেই ফের অশান্ত কাঁকিনাড়া! প্রতিবাদে রেল অবরোধ]
বছর ৩৪ এর অনুপম সিং নিজের বাড়িতেই ২ রা মে ২০১৭ সালে খুন হন। এরপর উদ্ধার হয় অনুপমের ফোন । সেখান থেকে অনুপমের স্ত্রী মনুয়া ও অনুপমের কথপোকথোনের তথ্য পাওয়া যায়। এরপরই পুলিশ সন্দেহের জেরে গ্রেফতার করে মনুয়া ও তার প্রেমিক অজিতকে।
[আরও পড়ুন: জয় শ্রীরাম স্লোগানে 'না'! কলেজ পড়ুয়াসহ ৪ জনকে মারধরের অভিযোগ]