For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুরে মিমির বিরুদ্ধে প্রার্থী হয়েই ফিল্মি গানে অনুপমের টুইট! ভোটযুদ্ধে কোন ইঙ্গিত বিজেপি নেতার

সদ্য সবুজ ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অনুপম হাজরা। বোলপুরের এই প্রাক্তন তৃণমূল নেতাকে এখন বাংলা চেনে বিজেপির সদস্য হিসাবে।

  • |
Google Oneindia Bengali News

সদ্য সবুজ ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অনুপম হাজরা। বোলপুরের এই প্রাক্তন তৃণমূল নেতাকে এখন বাংলা চেনে বিজেপির সদস্য হিসাবে। শান্তিকেতনের বসন্ত উৎসবে যাঁর অংশগ্রহণ দেখা গিয়েছে এতকাল,তিনি এবার দোলে টুইট বার্তায় লিখেছেন 'রঙ দে তু মোহে গেরুয়া।'

মিমির বিরুদ্ধে প্রার্থী হয়েই ফিল্মি গানের মেজাজে অনুপম! ভোটযুদ্ধে কোন ইঙ্গিত বিজেপি নেতার

যাদবপুর কেন্দ্রে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে প্রার্থী হয়েই অনুপমের এই ফিল্মি গানের লাইনে টুইট পোস্টকে অনেকেই ভোটপ্রচারের অংশ হিসাবে দেখছেন। অনুপমের এই টুইটের সঙ্গে পোস্ট করা রয়েছে একটি ছবি। যেখানে মুকুল রায়ের সঙ্গে গেরুয়া আবিরে হোলি খেলতে দেখা গিয়েছে অনুপমকে।

যাদবপুর কেন্দ্র গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেবে কি না, তার উত্তর তোলা রয়েছে সময়ের হাতে। তবে ভোটের আগেই যাদবপুরকে টুইট বার্তা গেরুয়া রঙে রাঙিয়ে নেন অনুপম।

উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে যাদবপুর কেন্দ্রটি রীতিমত গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে এককালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতো দাপুটে নেতা জয়ী হয়ে এসেছেন বামেদের তরফে । হাভার্ডের অধ্যাপক সুগত বসু তৃণমূলের টিকিটে গত বারের ভোটে এখানে জয়লাভ করেন। এর আগে এই কেন্দ্র থেকে জয়লাভ করে সিপিআমএর এককালের তাবড় নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। এমন ইতিহাসকে বুকে নিয়ে যাদবপুর কেন্দ্র এই বছর লোকসভায় দেখতে চলেছে ত্রিমুখী লড়াই। সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তৃণমূলের মিমি চক্রবর্তী ও বিজেপিরঅনুপম হাজরার এই লড়াইয়ে শেষ হাসি কার হয়,তার উত্তর দেহে ২৩ মে।

English summary
Anupam Hazra tweets Rang de tu mohe gerua after BJP release candidate list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X