For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েই যাদবপুরে ভোট প্রচারে অনুপম হাজরা

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিতর্কেই নির্বাচনী প্রচারের শেষ দিনে স্বয়ং ঈশ্বরচন্দ্রকে নিয়ে রাস্তায় নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

  • |
Google Oneindia Bengali News

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে বিতর্কেই নির্বাচনী প্রচারের শেষ দিনে স্বয়ং ঈশ্বরচন্দ্রকে নিয়ে রাস্তায় নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। পরনে ধুতি, হাতে বই, গায়ে শালধারী সেই বিদ্যাসাগরকে দেখতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। আসল না নকল, তা দূর থেকে দেখে বোঝা দায়! সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে অনুপম হাজরার এই স্ট্যান্ট।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েই যাদবপুরে ভোট প্রচারে অনুপম হাজরা

লোকসভা ভোটের শেষ দফার শেষ দিনের প্রচারে নকল বিদ্যাসাগরকে নিয়ে পথে নেমে চমকে দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম। এক বহুরূপীকে ঈশ্বরচন্দ্র সাজিয়ে মালা পরিয়ে তাঁকে নিয়েই নিজের লোকসভা কেন্দ্রের ঘরে ঘরে কড়া নাড়েন অনুপম। দরজা খুলে সাক্ষাৎ বিদ্যাসাগরকে দেখে থ না হয়ে উপায়ই বা কী। পরে পুরো বিষয়টি বুঝে যাদবপুরের বিজেপি প্রার্থীর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। পথচলতি মানুষদের কাছেও অভিনব পদ্ধতিতে অনুপম হাজরার হয়ে ভোট প্রার্থনাও করেন ওই নকল বিদ্যাসাগর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিদ্যাসাগরের মতোই বেশ ও মেক-আপ করে খালি পায়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন এক পেশাদার বহুরূপী। যেন সত্যিই তিনি ঈশ্বরচন্দ্র, এমন আবেগ নিয়ে তাঁকে মালা পরিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানাতে দেখা যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে। দু-জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। তা দেখে এগিয়ে আসেন পথ চলতি কিছু উৎসাহী জনতা। তাঁদের প্রশ্নের জবাবে ওই বহুরূপী অকপটে জানান, অভিনব এই প্রচারের জন্য বিজেপি তাঁকে ভাড়া করে এনেছে। তা জানার পর অন্য কোনো এক রাজনৈতিক দল তাঁকে আটকে রাখলেও, বিজেপি কর্মীরাই সেখান থেকে ছাড়িয়ে আনেন। আর অনুপম জানান, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ স্বরূপ তাঁর এই অভিনব প্রচারের ভাবনা।

English summary
Anupam Hazra in campaign with Vidyasagar in Jadavpur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X