For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি যেতেই হবে! নির্দেশ সামনে আসতেই জেলের মধ্যে একী অবস্থা 'বীরভূমের বাঘে'র

আদালতের নির্দেশে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা কার্যত পাকা। আজ সোমবারই রাউস অ্যাভিনিউ কোর্ট বীরভূমের তৃণমূলের বেতাজ বাদশাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিয়েছে। আর এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যাবতীয় তৎপরতা

  • |
Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডলকে এখনও 'বীরভুমের বাঘ' বলেই মনে করেন ফিরহাদ হাকিম। আদালতের নির্দেশে অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা কার্যত পাকা। আজ সোমবারই রাউস অ্যাভিনিউ কোর্ট বীরভূমের তৃণমূলের বেতাজ বাদশাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিয়েছে। আর এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যাবতীয় তৎপরতা শুরু হয়েছে বলে খবর।

আর এর মধ্যেই ফের একবার কেষ্টকে বাঘ বলেই পরিচয় করালেন রাজ্যের মন্ত্রী। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক

চাপ বেড়েছে অনুব্রত মণ্ডলের।

চাপ বেড়েছে অনুব্রত মণ্ডলের।

আদালতের এই নির্দেশ সামনে আসার পরেই চাপ বেড়েছে অনুব্রত মণ্ডলের। এমনটাই আসানসোল জেল সূত্রে জানা গিয়েছে। জানা যাচ্ছে, আজ সোমবার দিল্লির আদালত চূড়ান্ত আবেদন শোনাতে পারে তাঁর আবেদনে। সেই খবর অনুব্রত মণ্ডলের কাছে ছিল। ফলে সকাল থেকেই বেশ উদ্বিগ্ন ছিলেন তিনি। জেলের মধ্যেই অনুব্রত বারবার পায়চারি করছিলেন বলে জেল সূত্রে খবর। আর নির্দেশ সামনে আসার পরেই তৃণমূলের বেতাজ বাদশা কিছুটা ভেঙে পড়েছে বলেই খবর। চোখেমুখে উদ্বেগের ছাপ ধরা পড়েছে বলেও জেল সূত্রে জানা যাচ্ছে। বিশেষ করে কারোর সঙ্গে কথা বলছেন না বলেই খবর।

অনুব্রত মন্ডলকে বাঘ বলেই মনে করেন রাজ্যের মন্ত্রী

অনুব্রত মন্ডলকে বাঘ বলেই মনে করেন রাজ্যের মন্ত্রী

যদিও এই অবস্থাতেও অনুব্রত মন্ডলকে বাঘ বলেই মনে করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আদালতের এহেন নির্দেশ প্রসঙ্গে তাঁর দাবি, আমাদের আদালতের উপর ভরসা আছে। উপরে ভগবান এবং নীচে আদালতের উপর ভরসা রয়েছে বলেই দাবি ফিরহাদের। তবে বীরভূমের বাঘ যে অনুব্রত তা কার্যত ফের একবার মেনে নিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে বীরভূমে দাঁড়িয়ে তাঁকে বাঘ বলে মন্তব্য করেছিলেন। এমনকি সে জেল থেকে বেরলে সবাই ঘরে ঢুকে যাবে বলেও মন্তব্য করেছিলেন। মন্ত্রীর এহেন মন্তব্য ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। কিন্তু তিনি যে তাঁর বক্তব্যেই অনড় ফের একবার বুঝিয়ে দিলেন অনুব্রত।

 শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা

শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা

তবে এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বাম নেতা সুজনের দাবি, অনুব্রত মণ্ডল বেআইনি সম্পদের অধিকারী। তৃণমূল দুষ্কৃতীদের দল বলেও আক্রমণ তাঁর। বাঘের সভ্য সমাজে থাকার কি অধিকার? প্রশ্ন তুলে বামনেতার দাবি, বাঘের তো জঙ্গল কিংবা খাঁচায় থাকার কথা। ফলে ফিরহাদের কথা থেকে স্পষ্ট যে এদের জেলে থাকা উচিৎ। সভ্য সমাজে থাকার অধিকার নেই। অন্যদিকে বিজেপির দাবি, বাঘের তো খাঁচা বদল হচ্ছে। আর তা বাঘ দেখতে ফিরহাদ হাকিম দিল্লি যাবেন কিনা তা জিজ্ঞেস করুন। তবে বাঘ এখন বেড়াল হয়ে গেছে বলেও দাবি রাহুল সিনহার।

ইডির তৎপরতা

ইডির তৎপরতা

দিল্লির নির্দেশ সামনে আসতেই ইডির তরফে তৎপরতা শুরু হয়েছে। আদালতের নির্দেশ সামনে আসার পরেই সেটি আসানসোল আদালতে জমা দেওয়া হবে বলে খবর। আর তা মঙ্গলবার সকালে দেওয়া হবে বলে খবর। আর এরপরেই সন্ধ্যাতেই সম্ভবত অনুব্রতকে নিয়ে দিল্লি রওনা ইডি দিতে পারে বলে জানা যাচ্ছে।

English summary
Anunrata Mondal breaks down in jail after Delhi court order to bring him to Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X