For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীবাবুর চামচাগিরি নয়! কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি অনুব্রতর

অনুব্রত মণ্ডল বলেন, মোদীবাবুর চামচাগিরি করবে না। তিনি আরও বলেন, তারা জানেন কেন্দ্রীয় বাহিনী গুণ্ডামি করতে পারে। দলীয় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই বাহিনীর ব্যবহার নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সর্বশেষ সংযোজন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, মোদীবাবুর চামচাগিরি করবে না। তিনি আরও বলেন, তারা জানেন কেন্দ্রীয় বাহিনী গুণ্ডামি করতে পারে। দলীয় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই।

মোদীবাবুর চামচাগিরি নয়! কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি অনুব্রতর

এদিন দলের সমাবেশে অনুব্রত মণ্ডল বলেন, কেন্দ্রীয় বাহিনী আসবে। পরেই তিনি বলেন, তোমরা অন্যায় করছো। সবমানুষকে তোমরা সমান ব্যবহার দেবে। কেন্দ্রীয় বাহিনীকে আহ্বান, তুমি মোদীবাবুর চামচাগিরি করবে না। অনুব্রত মণ্ডল বলেন, তারা জানেন কেন্দ্রীয় বাহিনী গুণ্ডামি করতে পারে। দলীয় সমর্থকদের উদ্দেশে
তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। তারা আইনত মোকাবিলা করবেন। বুঝিয়ে দেবেন, অন্যায় করলে জায়গা নেই। ছাড়া পাবে না তারা। তাদের ভোট তারা নেবেনই। হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল।

[আরও পড়ুন: রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জল্পনায়! যোগ দিতে পারেন একাধিক তৃণমূল জনপ্রতিনিধি][আরও পড়ুন: রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জল্পনায়! যোগ দিতে পারেন একাধিক তৃণমূল জনপ্রতিনিধি]

রবিবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, কাশ্মীরের থেকে বেশি বাহিনী আনা হচ্ছে রাজ্যে। আতঙ্কের পরিবেশ তৈরি করছে আধা সেনা। তিনি বলেছিলেন রুটমার্চের নামে কেন্দ্রীয় বাহিনী যেন বিজেপির প্রতিনিধিত্ব না করে।

[আরও পড়ুন:ভোট ঘোষণার পরে খুন তৃণমূল নেতা! কংগ্রেস-সিপিএম-এর দিকে আঙুল মুর্শিদাবাদ নেতৃত্বের][আরও পড়ুন:ভোট ঘোষণার পরে খুন তৃণমূল নেতা! কংগ্রেস-সিপিএম-এর দিকে আঙুল মুর্শিদাবাদ নেতৃত্বের]

তার আগে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলতে দেখা গিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, বাহিনীর বিরুদ্ধে নামতে তিনি দ্বিধা করবেন না বলেও জানিয়েছিলেন।

[আরও পড়ুন:পাশে প্রাথমিক শিক্ষক সংগঠন! রায়গঞ্জে প্রচার কানাইলাল আগরওয়ালের][আরও পড়ুন:পাশে প্রাথমিক শিক্ষক সংগঠন! রায়গঞ্জে প্রচার কানাইলাল আগরওয়ালের]

English summary
Anubrata Mondal warns Central forces from his meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X