For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনলাইনে ফর্ম পূরণ নিয়ে হুঁশিয়ারি! রাস্তায় নেমে বাম-কংগ্রেসের ধর্মঘটের বিরোধিতা, বললেন অনুব্রত

রাস্তায় নেমে বাম-কংগ্রেসের ধর্মঘটের বিরোধিতা করা হবে। এমনটাই জানালেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

  • |
Google Oneindia Bengali News

রাস্তায় নেমে বাম-কংগ্রেসের ধর্মঘটের বিরোধিতা করা হবে। সূত্রের খবর অনুযায়ী এমনটাই জানিয়েছেন, বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তিনি যোগ দিয়েছিলেন রামপুরহাটে সিএএ এবং এনআরসি বিরোধী জনসভায়। সেখানে তিনি হুঁশিয়ারি দেন, যদি অনলাইনে নাগরিকত্বর সংশোধনী আইন নিয়ে জেলায় কোনও কাজ করা হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সাধারণ মানুষ।

অনুব্রতের 'অনলাইন' হুঁশিয়ারি

অনুব্রতের 'অনলাইন' হুঁশিয়ারি

এদিন রামপুরহাটে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, জেলার কোথাও থেকে যদি অনলাইনে নাগরিকত্ব সংশোধনী আইনের কাজ নিয়ে কোনও খবর পাওয়া যায়, তাহলে সেই কম্পিউটার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। অনলাইনে যদি নাগরিকত্বব আইনের জন্য তথ্য সংগ্রহ করা হয়, তাহলে সাধারণ মানুষ সংশ্লিষ্ট সাইবার ক্যাফেতে গিয়ে কম্পিউটার ভেঙে দেবে।

মোদী, আমিত শাহদের আক্রমণ

মোদী, আমিত শাহদের আক্রমণ

সিএএ এবং এনআরসি বিরোধী সভায় মোদী অমিত শাহদের প্রবল আক্রমণ করেন। তাঁদের প্রতি ফের মোটা মাথা বিশেষণও প্রয়োগ করেন তিনি।

রাস্তায় নেমে ধর্মঘটের বিরোধিতা

রাস্তায় নেমে ধর্মঘটের বিরোধিতা

রাস্তায় নেমে ৮ অক্টোবরের ধর্মঘটের বিরোধিতা করা হবে বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর দাবি, বাম-কংগ্রেসের সঙ্গে লোক নেই। ওরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে।

গুরুত্ব দিলেন না শতাব্দী রায়কে

গুরুত্ব দিলেন না শতাব্দী রায়কে

অনুব্রত মণ্ডল সিএএ-র বিরুদ্ধে প্রচারে নেমেছেন। কিন্তু গত কয়েকদিনে তার সভায় দেখা যায়নি জেলার অন্যতম সাংসদ শতাবাদী রায়কে। এপ্রসঙ্গে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাংসদ অসুস্থ ছিলেন, কিংবা কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। অনুব্রত মণ্ডলের ভাষায় তাঁকে যে সভায় থাকতেই হবে, এমন কোনও মানে নেই। উনার যখন ইচ্ছা হবে জনসভা করবেন।

English summary
Anubrata Mondal warns against online management of CAA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X