বিজেপির কাউকেই ছাড়া হবে না! বিধায়ক খুনে আর যা ইঙ্গিত করলেন অনুব্রত
শনিবার খুনের পরেই বিজেপি-র দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন নদিয়ায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা অনুব্রত মণ্ডল। রবিবার কৃষ্ণগঞ্জে দলীয় বিধায়কের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, তৃণমূল কর্মীদের মেরে জব্দ করা যাবে না। তৃণমূল কর্মীরা সব ব্যাপারেই তৈরি হয়ে আছেন।

নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূলের বিধায়ক সত্যজিত বিশ্বাস খুনের ঘটনা মনে নিতে পারছেন না জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা অনুব্রত মণ্ডল। এদিন মৃত বিধায়কের বাড়িতে গিয়ে তিনি বলেন, এই ঘটনা মেনে নেওয়া যাচ্ছে না। এই খুনের ঘটনার আইনত ব্যবস্থা নেওয়া হবে। খুনে অভিযুক্তদের ফাঁসি হবে। এদিন খুনের ঘটনায় ফের বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, বিজেপির কাউকেই ছাড়া হবে না। এলাকায় পুলিশের অভাবের কথাও উল্লেখ করেছেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, তৃণমূল কর্মীদের মেরে জব্দ করা যাবে না। তৃণমূল কর্মীরা সব ব্যাপারেই তৈরি হয়ে আছেন বলেও জানিয়েছেন অনুব্রত মণ্ডল।
রবিবার দুপুরে বিধায়কের বাড়িতে অনুব্রত মণ্ডল ছাড়াও গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, নদিয়ার তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত।