For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মাছি দিয়ে ভোট হয় না', নকুলদানার পর মাছি-পিঁপড়ে তত্ত্ব নিয়ে ভোট ময়দানে সরব কেষ্ট

ফের একবার স্বমহিমায় রাঢ় বাংলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের এই ঘাসফুল সভাপতি এবার উত্তরবঙ্গের ভোট প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে তুলে ধরলেন 'মাছি-পিঁপড়ে'র তত্ত্ব।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার স্বমহিমায় রাঢ় বাংলার দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের এই ঘাসফুল সভাপতি এবার উত্তরবঙ্গের ভোট প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে তুলে ধরলেন 'মাছি-পিঁপড়ে'র তত্ত্ব। গুড়-বাতাসা, নকুলদানার পর মাছি-পিঁপড়ের তত্ত্বে ফের একবার ভোট ময়দান জমিয়ে দিলেন বীরভূমেক কেষ্ট।

প্রচার মঞ্চ থেকে হুঁশিয়ারি

প্রচার মঞ্চ থেকে হুঁশিয়ারি

বীরভূমে শতাব্দী রায়ের ভোট প্রচারের সভায় সঙ্গে এদিন মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল একাধিক তোপ দাগেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কুখ্যাত হাজি মস্তানের সঙ্গেও এদিন মোদীর তুলনা করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে।

 নোটিস নিয়ে কেষ্টর দাবি

নোটিস নিয়ে কেষ্টর দাবি

এদিনের সভামঞ্চ থেকে অনুব্রত মণ্ডল দাবি করেন, তাঁকে নির্বাচন কমিশন নোটিস পাঠিয়েছে বলে তিনি ভয় পেয়ে যাননি। তিনি বলেন, একবার নোটিস করা হয়েছে , তিনি উত্তর দিয়েছেন। আবার নোটিস করা হলে , তিনি আবারও উত্তর দেবেন।

[আরও পড়ুন: বাবুলের রোড শো ঘিরে ধুন্ধুমার! তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর][আরও পড়ুন: বাবুলের রোড শো ঘিরে ধুন্ধুমার! তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর]

উত্তরবঙ্গের ভোট নিয়ে অনুব্রতর তত্ত্ব

উত্তরবঙ্গের ভোট নিয়ে অনুব্রতর তত্ত্ব

বৃহস্পতিবার উত্তরবঙ্গের ভোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'মাছি দিয়ে কী আর ভোট হয়! মাছি দিয়ে ভোট হয়না। পিঁপড়ের সারও আছে ।' এরপরই সাংবাদিকরা প্রশ্ন তোলেন কে মাছি, আর কে পিঁপড়ে? জবাবে চেনা মেজাজে অনুব্রত মণ্ডল বলেন,'২৩ তারিখ সমস্ত বলে দেব কে মাছি আর কে পিঁপড়ে।'

[আরও পড়ুন: 'সিটিজেনশিপ বিল লাগু হলে মোদীর সামনে আত্মহত্যা করব', বিজেপি প্রার্থীর হুঙ্কার শিলং -এ][আরও পড়ুন: 'সিটিজেনশিপ বিল লাগু হলে মোদীর সামনে আত্মহত্যা করব', বিজেপি প্রার্থীর হুঙ্কার শিলং -এ]

English summary
Anubrata Mondal Talks about North Bengal Polling during Loksabha poll.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X