For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Anubrata Mondal: এসি গাড়ি থেকে নামলেন না কেষ্ট, ডাক্তার-নার্স বেরিয়ে করলেন স্বাস্থ্য পরীক্ষা

Anubrata Mondal: এসি গাড়ি থেকে নামলেন না কেষ্ট, ডাক্তার-নার্স এমার্জেন্সি ছেড়ে বেরিয়ে করলেন স্বাস্থ্য পরীক্ষ

Google Oneindia Bengali News

কতটা প্রভাবশালী তিনি তা আবারও বুঝিয়ে দিলেন কেষ্ট। নিজের গড়ে পা রাখতেই ফের পুরনো মেজাজে। ৭ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া আসামি অনুব্রত মণ্ডল। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতে দুবরাজপুর হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ। এসি গাড়িতে হাসপাতালে গেলেন কেষ্ট। গাড়ি থেকে নামলেন না। জরুরি বিভাগ থেকে ছুটে এলেন চিকিৎসক নার্সরা। মিনিট খানেকের মধ্যেই গাড়িতে স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেল তাঁর।

গাড়িতে বসেই স্বাস্থ্য পরীক্ষা

গাড়িতে বসেই স্বাস্থ্য পরীক্ষা

প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল। আদালতে বারবার দাবি করেই কেষ্টর জামিনে আপত্তি জানিয়ে এসেছে ইডি-সিবিআই। সেই দাবি যে সত্যি সেটা প্রমাণ হয়ে গেল দুবরাজপুর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার সময়। হাসপাতালের সামনে এসি গাড়িতেই বসে থাকলেন তিনি। হাসপাতালের ভেতর থেকে চিকিৎসক এবং নার্সরা বেরিয়ে এসে গাড়িতেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। মুখেই কেষ্ট চিকিৎসকদের জানিয়ে েদন তিনি ভাল আছেন। চিকিৎসকরা গিয়ে মেডিকেল সার্টিফিকেট ৈতরি করে দিয়ে দেন পুলিশকে।

জেলে এলাহি আয়োজন

জেলে এলাহি আয়োজন

সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। দুবরাজপুর থানার লকআপেই রাখা হবে তাঁকে। আদালতেক নির্দেশ আসা মাত্র প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কোন লকআপে রাখা হবে তা তৈরি করতে শুরু করে দিয়েছেন পুলিশকর্মীরা। গরম জলের আয়োজন করা হয়েছে। খাবার তৈরি করা হয়ে গিয়েছে। মজুত করা হচ্ছে অক্সিজেন। লকআপে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রাখা হচ্ছে। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার আসামির সব প্রয়োজনের দিকেই নজর রেখেছে পুলিশ।

খুনের চেষ্টার অভিযোগ

খুনের চেষ্টার অভিযোগ

অনুব্রত মণ্ডলকে দিল্লি িনয়ে যাওয়ার অনুমতি মিলতেই নাটকী মো়ড়। রাতারাতি কেষ্টর বিরুদ্ধে এফআইআর করে বসলেন তৃণমূল কংগ্রেসকর্মী শিবঠাকুর মণ্ডল। তিনি অভিযোগ করেছেন একুশের ভোটের আগে তিনি দলবদলের ভাবনা চিন্তা করছিলেন। সেটা জানতে পেরে অনুব্রত মণ্ডল তাঁকে দুবরাজপুর পার্টি অফিসে ডেকে পাঠান। সেখানে তাঁকে রীতিমত হুমকি দেন অনুব্রত মণ্ডল এবং গলা টিপে ধরেন। গতকালই এই অভিযোগ দুবরাজপুর থানায় করেছিলেন তৃণমূল কংগ্রেসকর্মী শিবঠাকুর মণ্ডল।

দিল্লি যাওয়া রুখতেই কারসাজি

দিল্লি যাওয়া রুখতেই কারসাজি

বিরোধীরা অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া রুখতেই রাতারাতি তৃণমূল কংগ্রেস মামলা সাজিয়েছে। এক বছর আগের ঘটনার অভিযোগ এতদিন পরে কেন জানানো হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও অভিযোগকারী শিবঠাকুর মণ্ডলকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগকারী তৃণমূল কংগ্রেস নেতার দাবি তিনি এতদিন ভয়ের মধ্যে ছিলেন। অনুব্রত মণ্ডল এখন জেলে রয়েছে তাই তিনি অভিযোগ জানানোর সাহস পেয়েছেন।

Anubrata Mondal: দিল্লি যাত্রায় বাধা, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলায় ৭ দিনের পুলিশি হেফাজত কেষ্টরAnubrata Mondal: দিল্লি যাত্রায় বাধা, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার মামলায় ৭ দিনের পুলিশি হেফাজত কেষ্টর

English summary
Anubrata Mondal health check up on car
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X