For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিলে গেল অনুব্রতর ভবিষ্যদ্বাণী! বিকাশ দুবের পদক্ষেপে কোথায় ভুল, বললেন বীরভূম তৃণমূলের সভাপতি

মিলে গেল অনুব্রতর ভবিষ্যদ্বাণী! বিকাশ দুবের পদক্ষেপে কোথায় ভুল, বললেন বীরভূম তৃণমূলের সভাপতি

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের মাফিয়া ডন বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে মুখ খুললেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জেলার ব্লক পর্যায়ের নেতাদের নিয়ে সভা করার পর তিনি বলেন, এই এনকাউন্টার না হলে, অনেক রথী মহারথী জড়িয়ে যেত।

তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন

তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন

অনুব্রত মণ্ডল বলেন, যখন উজ্জয়িনীতে ধরা পড়ে বিকাশ দুবে, তখনই তিনি দলীয় কর্মী বিদ্যুৎকে বলেছিলেন পরদিন সকাল ৮ টা পেরোবে না। এমনটাইকাউন্টার করে দেবে।

বোকা লোক বিকাশ দুবে

বোকা লোক বিকাশ দুবে

অনুব্রত মণ্ডল বলেন, বোকা লোক বিকাশ দুবে। কেন সে পুলিশের কথায় আত্মসমর্পণ করতে গেল, তা নিয়েও প্রশ্ন তোলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। তিনি বলেন, আত্মসমর্পণ যদি করতেই হত, তাহলে আদালতে করত। আদালতে আত্মসমর্পণ করলে, তাঁকে যানে মারতে পারত না বলেও মন্তব্য করেন অনুব্রত।

বিজেপির অনেক মহারথী জড়িয়ে যেত

বিজেপির অনেক মহারথী জড়িয়ে যেত

অনুব্রত মণ্ডল উত্তর প্রদেশের বিকাশ দুবের এনকাউন্টার প্রসঙ্গে বলেন, এই এনকাউন্টার না করলে বিজেপির অনেক রথী, মহারথী জড়িয়ে যেত।

বিকাশ দুবে কেন বিকাশ দুবে

বিকাশ দুবে কেন বিকাশ দুবে

অনুব্রত মণ্ডল বলেন, ১৯৯০ সালে বিজেপি সরকার ছিল। সেই সময় এক মন্ত্রীকে মেরেছিল সে। সেই সময় বিকাশ দুবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই এই অবস্থা, মন্তব্য করেছেন অনুব্রত।

 সরকারও পড়ে যেতে পারত

সরকারও পড়ে যেতে পারত

অনুব্রত মণ্ডল বলেন, হয়ত এমন পরিস্থিতি তৈরি হত, যাতে সরকারও পড়ে যেতে পারত। তিনি বলেন, বিজেপি মানুষের জন্য কিছু করে না, সব করে নিজেদের জন্য।

২০২১-এর লক্ষে বীরভূমে অনুব্রতের পাশে নতুন মুখ! তৃণমূলে জল্পনা তুঙ্গে২০২১-এর লক্ষে বীরভূমে অনুব্রতের পাশে নতুন মুখ! তৃণমূলে জল্পনা তুঙ্গে

English summary
Anubrata Mondal say Gangstar Bikash Dibey made some mistakes in his steps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X