
জেলে থেকে 'হালকা' হলেন অনুব্রত মণ্ডল! কারণ একেবারে চমকে দেওয়ার মতো
জেলে থেকে ওজন কমল অনুব্রত মণ্ডলের! একেবারে ৯ কেজি ওজন কমেছে তাঁর। গরু পাচার মামলাতে সিবিআইয়ের হাতে গ্রেফতার করা হয়েছে বীরভূমের বেতাজ বাদশাকে। আর সেই মামলাতে দুর্গাপুজো জেলেই কেটেছে তাঁর। এমনকি কালীপুজোতেও জেল থেকে বের হওয়ার কোনও সম্ভাবনা ছিল না। তবে আজ মঙ্গলবার সাস্থয পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। একেবারে কড়া নিরাপত্তাতে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

চেকআপ করাতে নিয়ে আসা হয়েছিল অনুব্রতকে
এদিন বেলা ১২ টা নাগাদ আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে বের করা হয় অনুব্রতকে। কড়া নিরাপত্তাতে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কিছুক্ষণ ধরে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করেন । শারীরিক পরীক্ষা শেষে পুলিশি ঘেরাটোপে পুনরায় আসানসোল বিশেষ সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডল কে । আসানসোল জেলা হাসপাতালের হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস বলেন, চেকআপ করাতে নিয়ে আসা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তার বিশেষ ধরনের কোন এমার্জেন্সি নেই। প্রথমে এমারজেন্সিতে যে ডাক্তারবাবুরা ছিলেন তারা দেখেছেন পরে ফিজিশিয়ান ও সার্জেন সিনিয়র ডাক্তাররা চেকআপ করেছেন বলে জানিয়েছেন হাসপাতাল সুপার। তবে ওনার যে সমস্ত ওষুধ চলছিল সেগুলোই চলবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস।

১০১ কেজিতে নেমে এসেছে তাঁর ওজন
তবে গত কয়েকমাসে অনেকটাই রোগা হয়ে গিয়েছেন অনুব্রত! আর সেটা ধরা পড়ছে ওজন মেশিনেই। গত ২৫ অগাস্ট আসানসোল জেলা হাসপাতালে অনুব্রত মণ্ডলের সবরকম চিকিৎসা করা হয়েছিল। সেই সময় ওনার ওজন ছিল ১১০ কেজি। তবে আজ মঙ্গলবার ফের একবার ওজন করানো হয় অনুব্রত মণ্ডলের। দেখা যায় একেবারে ১০১ কেজিতে নেমে এসেছে তাঁর ওজন। মানে একেবারে ৯ কেজি ওজন কমে গিয়েছে অনুব্রত মণ্ডলের। যার নামে কিনা এক ঘাটে জল খায় বাঘে-গরুতে তাঁর এমন অবস্থা!!

চাপ বেড়েছে অনুব্রত কন্যার!
বলে রাখা প্রয়োজন, সামনেই ফের একবার তাঁকে আদালতে তোলা হবে। গরু পাচার মামলাতে একেবারে গতি বাড়িয়েছেন তদন্তকারীরাও। পুজো মিটতেই এজেবারে বীরভূমে পড়ে থেকে মামলার তদন্ত করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে বেশ কয়েকজনকে জেরাও করেছেন তদন্তকারীরা। অন্যদিকে সুকন্যা মণ্ডলকেও তলব করেছেন ইডির আধিকারিকরা। সমস্ত নথি নিয়ে আগামী ২৭ তারিখ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। যা নিয়ে চাপ বেড়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। আর এর মধ্যেই ওজন কমালেন অনুব্রত!
কালীপুজোয় মমতার সঙ্গে কথা, পঞ্চায়েত ভোটের আগে কী নতুন রণকৌশল তৃণমূলের