For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিযায়ী শ্রমিকরাই বিজেপিকে প্যাদানি দেবে, সুঁটিয়ে লাল করে দেবে! বাংলার ভগবান মমতা, বললেন অনুব্রত

পরিযায়ী শ্রমিকরা বিজেপির কাণ্ডকারখানা দেখছেন। তাঁরাই রাজ্যে ফিরে প্যাদানি দেবে, সুঁটিয়ে লাল করে দেবে। এমনটাই দাবি করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

Google Oneindia Bengali News

পরিযায়ী শ্রমিকরা বিজেপির কাণ্ডকারখানা দেখছেন। তাঁরাই রাজ্যে ফিরে প্যাদানি দেবে, সুঁটিয়ে লাল করে দেবে। এমনটাই দাবি করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কাছে তাঁর প্রশ্ন, রেশনের এককেজি ডাল কোথায় গেল।

ভারতে করোনা আনার নায়ক মোদী! মিথ্যার রাজনীতি অমিত শাহের, আক্রমণ অনুব্রতরভারতে করোনা আনার নায়ক মোদী! মিথ্যার রাজনীতি অমিত শাহের, আক্রমণ অনুব্রতর

রেশনের চাল, ডাল নিয়ে প্রশ্ন

রেশনের চাল, ডাল নিয়ে প্রশ্ন

অনুব্রত মণ্ডল বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন রেশনে চাল, ডাল দেবেন। কিন্তু তাঁর অভিযোগ, ২০১৬-১৭ সালের চাল দেওয়া হয়েছে। তার মধ্যে কালো চাল, পোকা, ইঁদুর কী নেই। এছাড়াও এককেজি করে ডাল দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এখন বলছেন ডাল দিতে পারব না। অনুব্রত-র প্রশ্ন মিথ্যা কথা বলতে লজ্জা হয় না। তাঁর আরও দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, তা করে দেখান।

ট্রেন চালানো নিয়ে প্রশ্ন

ট্রেন চালানো নিয়ে প্রশ্ন

অনুব্রত মণ্ডল বলেন, লকডাউন শুরু হওয়ার পরও চারদিন ট্রেন চালানো যেত। তাহলে শ্রমিকরা মারা পড়তেন না। তাঁর অভিযোগ বিজেপি গরিব, খেটে খাওয়ার মানুষের কথা ভাবে না।

বাংলার ভগবান মমতা

বাংলার ভগবান মমতা

অনুব্রত মণ্ডল বলেন, বাংলার ভগবান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শতকোটি প্রণাম জানাই। বিজেপির মুখ্যমন্ত্রীরা কটা হাসপাতালে গিয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন অনুব্রত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে হাসপাতালে ঘুরেছেন, মানুষকে সচেতন করেছেন বলে মন্তব্য করেছেন অনুব্রত।

দিলীপ ঘোষকে আক্রমণ

দিলীপ ঘোষকে আক্রমণ

ফের দিলীপ ঘোষকে নেশাখোড় বলে আক্রমণ করেছেন তিনি। তিনি বলেন, নেশার ঘোরে কী বলেন, তিনি নিজেই জানেন না। অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন, কীভাবে একলক্ষ পরিযায়ী দিলীপ ঘোষকে ফোন করেন, কিন্তু প্রশাসন লিস্ট চাইলে তিনি তা দিতে পারেননি। লোক দেখানো আন্দোলন করতে গেলে মানুষ ওদের কান মুলে দেবে বলেও মন্তব্য করেছেন তিনি।

করোনা যোদ্ধাদের কুর্নিশ

করোনা যোদ্ধাদের কুর্নিশ

অনুব্রত মণ্ডল রাজ্যের করোনা যোদ্ধা, পুলিশ, প্রশাসন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছেন।

English summary
Anubrata Mondal's says Migrant Workers will take action against BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X