For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রত মণ্ডলের ভবিষ্যদ্বাণী গোয়া-ত্রিপুরায় তৃণমূলের আসন সংখ্যা নিয়ে, দলের কর্মীদেরও হুঁশিয়ারি

গোয়ার (Goa) নির্বাচন সামনের বছরের শুরুতে হলেও ত্রিপুরার (Tripura) নির্বাচন ২০২৩-এ। এই দুই রাজ্য দখল করতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পশ্চিমবঙ্গ থেকে নেতারা যাচ্ছে দুই রাজ্যে। ২৮ অক্টোবর মমতা বন

  • |
Google Oneindia Bengali News

গোয়ার (Goa) নির্বাচন সামনের বছরের শুরুতে হলেও ত্রিপুরার (Tripura) নির্বাচন ২০২৩-এ। এই দুই রাজ্য দখল করতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। পশ্চিমবঙ্গ থেকে নেতারা যাচ্ছে দুই রাজ্যে। ২৮ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাচ্ছেন গোয়ায়। তবে তার আগেই ওই দুই রাজ্যের ফল সম্পর্কে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের বলে পরিচিত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কত আসন তৃণমূল পাবে সেই ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের ভোটেও ভবিষ্যদ্বাণী অনেকটাই মিলেছিল

পশ্চিমবঙ্গের ভোটেও ভবিষ্যদ্বাণী অনেকটাই মিলেছিল

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, তৃতীয়বারের রাজ্য জয় নিয়ে তৃণমূল নিশ্চিন্তে থাকলেও, অনেকেই আসন সংখ্যা নিয়ে সংশয়ে ছিলেন। তবে অনুব্রত মণ্ডল বলেছিলেন, ২২০ থেকে ২৩০ আসন তৃণমূল পাবে। ভোটে তৃণমূল ২১৩ আসন পায়। এরপর দুই আসনে জয় পয়েছে তৃণমূল। এরপর বিজেপির থেকে অনেকেই গিয়েছেন তৃণমূল। সেই সংখ্যাটা এখন ২২০ আশপাশে রয়েছে।

 গোয়া ও ত্রিপুরা দখলের দাবি

গোয়া ও ত্রিপুরা দখলের দাবি

বোলপুরে তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক। সেখানেই অনুব্রত মণ্ডল দাবি করেন, গোয়া ও ত্রিপুরাতেও তৃণমূল জিতবে। তিনি ত্রিপুরার কথা উল্লেখ করে বলেন, বিজেপি ভয় পেয়েছে, তাই হামলা করছে। যতই হামলা করুন, তৃণমূল এই দুই রাজ্যে জিতবে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, এখন শুধু বাংলার কথা ভাবলে হবে না, তৃণমূল এখন সর্বভারতীয় দল। তিনি বলেন, ত্রিপুরায় ৬০ টি আসনের মধ্যে তৃণমূল ৪০ থেকে ৪৫ টা আসন পাবে। আর গোয়ায় ৪০ টির মধ্যে ৩০ টি আসন পাবে। তিনি দাবি করেন, কংগ্রেস তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে। সেই দল থেকে অনেকেই তৃণমূলে যোগ দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গের ফল মিলিয়ে দেওয়ার কথা উল্লেখ

পশ্চিমবঙ্গের ফল মিলিয়ে দেওয়ার কথা উল্লেখ

এব্যাপারে অনুব্রত মণ্ডল পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করেন। তিনি বলেন, তৃণমূল সাধারণ মানুষ এ খেটে খাওয়া মানুষ এবং দিনমজুরদের সঙ্গে থাকা দল। এই দল বেইমানি করে না। এরপরেই তিনি বলেন, গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ২২০ থেকে ২৩০ আসন পাওয়ার কথা বলেছিলেন। সেখানে তৃণমূল ২২০-তে পৌঁছে গিয়েছে।

দলীয় কর্মীদের হুঁশিয়ারি

দলীয় কর্মীদের হুঁশিয়ারি

এদিন তিনি দলীয় কর্মীদের হুঁশিয়ারিও দেন। তিনি বলেছেন, দলে কোনও রকমের গুণ্ডামি, বদমায়েশি বরদাস্ত করবেন না। কেননা তিনি মারামারি, হানাহানি পছন্দ করেন না। যাকে গুণ্ডামি করতে দেখবেন, তাকে দল থেকে বের করে দেবেন বলেও জানিয়ে দেন। মস্তানি, লুঠ, পয়সা খাওয়ার রাজনীতি তিনি করতে দেবেন না বলেও জানিয়ে দেন। দলের কেউ লাঠি,বন্দুক দেখালে তিনি তাঁকে দল থেকে বেল করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! উত্তরাখণ্ডে মৃত রাজ্যের ৫ পর্যটকবেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! উত্তরাখণ্ডে মৃত রাজ্যের ৫ পর্যটক

English summary
Giving warning to party workers to maintain discipline, Anubrata Mondal claims TMC will win in Goa and Tripura.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X