For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নকুলদানা সত্ত্বেও মাছি কি গলে গেছে ! বাংলায় ৪২-এ ৪২-এর মায়া ত্যাগ অনুব্রতর

ভোটের মুখেই তিনি বলেছিলেন, বাংলায় একটি মাছিও গলবে না। পাশাপাশি বীরভূমের মাটি থেকে তিনি 'নকুলদানা'র তত্ত্ব দিয়েও ভোট পারদ চড়িয়ে দিয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

ভোটের মুখেই তিনি বলেছিলেন, বাংলায় একটি মাছিও গলবে না। পাশাপাশি বীরভূমের মাটি থেকে তিনি 'নকুলদানা'র তত্ত্ব দিয়েও ভোট পারদ চড়িয়ে দিয়েছিলেন। একাধিকবার দাবি করেছিলেন , মমতা বন্দ্য়োপাধ্যায় যা উন্নয়ন করে দিয়েছেন তারপর বাংলা থেকে ৪২ এ ৪২ টি আসনই তৃণমূল দখল করবে। কিন্তু লোকসভা ভোটরে এক্সিট পোল ২০১৯ প্রকাশ্যে আসতেই রাঢ়বাংলার এই দাপুটে তৃণমূল নেতা ৪২ থেকে সংখ্যাটা নামিয়ে এনে ৩৭ এ রাখলেন। তাঁর এমনও আশঙ্কা রয়েছে যে, তৃণমূলের থেকে ২ টো আসন হাতছাড়া হবে।

বাংলায় নকুলদানার পরও মাছি কি গলে গেছে! ৪২-এ ৪২-এর মায়া ত্যাগ অনুব্রতর

বীরভূমের তৃণমূল সভাপতির দাবি, 'খুব খারাপ হলেও ৩৭ টি আসন পাব।' তবে বিজেপি একটিও আসন পাবে না বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল। বিজেপি যে আসন পাবে না সে বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও দাবি করেন অনুব্রত। প্রসঙ্গত , একাধিক সংবাদ মাধ্যমের এক্সিট পোল বলছে, পশ্চিমবঙ্গ থেকে ২৪ থেকে ২৮ টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে বিজেপির পকেটে যাবে ১৫ টি আসন।

তবে এক্সিট পোল নিয়ে অনুব্রত মণ্ডলের দাবি,'এগুলো সব ফলস্। শেয়ার মার্কেট বাড়ানোর জন্য় এগুলো করা হচ্ছে। বিজেপি প্রভিডেন্ট ফান্ডের টাকা শেয়ার মার্কেটে লাগিয়েছে। এগুলো করে শেয়ার মার্কেটের টাকা বাড়িয়ে নিল। খুব খারাপ রেজাল্ট হলেও আমরা ৩৭ টি আসন পাব। না হলে ৩৯। দুটি সিট হাতছাড়া হবে।.. ' পাশপাশি তাঁর দাবি বাংলায় বিজেপি কোনও আসন পাবে না। সারা দেশে বিজেপি ১০০ থেকে ১২০ টি আসন পেতে পারে। তবে সরকার বিজেপি গড়বে না।

English summary
Anubrata Mondal's Opinion On Exit Poll, here is his prediction .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X