For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিথ্যাবাদী প্রধানমন্ত্রী, চিনের দালাল! বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন মোদী, কটাক্ষ অনুব্রতর

চিনকে কেন এখনও পাল্টা জবাব দিল না ভারত। শহিদ রাজেশ ওয়াং-এর শেষ কৃত্যে গিয়ে এমনটাই প্রশ্ন তুললেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস চিনের দালালি করে না, বিজেপিই তা করে।

  • |
Google Oneindia Bengali News

চিনকে কেন এখনও পাল্টা জবাব দিল না ভারত। শহিদ রাজেশ ওয়াং-এর শেষ কৃত্যে গিয়ে এমনটাই প্রশ্ন তুললেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস চিনের দালালি করে না, বিজেপিই তা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিনের দালাল বলার পাশাপাশি মিথ্যাবাদী বলে অবিহিত করেছেন অনুব্রত মণ্ডল।

আগামী ২৪ ঘন্টায় ভাসাতে পারে দক্ষিণের ৩ জেলা! ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গের ৫ জেলায়আগামী ২৪ ঘন্টায় ভাসাতে পারে দক্ষিণের ৩ জেলা! ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গের ৫ জেলায়

প্রধানমন্ত্রী তথা বিজেপিই দায়ী

প্রধানমন্ত্রী তথা বিজেপিই দায়ী

বর্তমানে সীমান্তের পরিস্থিতির জন্য দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে দায়ী করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, নরেন্দ্র মোদী ও বিজেপি চিনের দালালি করেন। মোদী ২০ বার চিনে দিয়েছেন বলেও মন্তব্য করেন অনুব্রত।

পাল্টা জবাব নেই কেন, প্রশ্ন অনুব্রতর

পাল্টা জবাব নেই কেন, প্রশ্ন অনুব্রতর

অনুব্রত মণ্ডল বলেন, এখনও পর্যন্ত পাল্টা জবাব দিল না নরেন্দ্র মোদীর সরকার। কেন দিল না প্রশ্ন করেন তিনি। অনুব্রত মণ্ডল কটাক্ষ করে বলেন বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। কেননা সবাই জানেন, যুদ্ধ করতে হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সই চাই।

রাজেশ ওরাং-এর পরিবারের হাতে ৫ লক্ষের চেক

রাজেশ ওরাং-এর পরিবারের হাতে ৫ লক্ষের চেক

লাদাখে চিনের হামলায় রাজ্যে ২ জওয়ান শহিদ হয়েছেন। তাঁদের ২ জনের পরিবারের একজন করে চাকরি এবং ৫ লক্ষ টাকা করে সাহায্যের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুব্রত মণ্ডল সেই অনুযায়ী রাজেশের পরিবারের হাতে ৫ লক্ষের লক্ষের চেক তুলে দেন। এই পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে বলেও জানিয়ে দেন তিনি।

English summary
Anubrata Mondal questions PM Narendra Modi's steps on China attack in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X