For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কত আসন পাবে ২০২১ বিধানসভা নির্বাচনে, জয়ের নিশ্চিতই জানালেন অনুব্রত

২০২১-এ ক্ষমতায় ফিরছে তৃণমূলই, কত আসন এবার ঝুলিতে, জানিয়ে দিলেন অনুব্রত

Google Oneindia Bengali News

২০২১-এর নির্বাচন খুব টাফ হবে বলে মন্তব্য করেছিলেন অনুব্রত মণ্ডল। তার ৪৮ ঘণ্টা কাটনে কাটতেই ফের বিধানসভা নির্বাচনকে তাঁর চিরাচরিত ঢঙে সহজ করে দিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট খরাশোলের কর্মিসভা থেকে জানিয়ে দিলেন আসন্ন নির্বাচনে বিজেপিকে হেলায় হারাবে তৃণমূল। কতগুলি আসন পাবে তারা, তাও স্পষ্ট করে দিলেন কর্মিসভায়।

বিজেপি ফুৎকারে উড়ে যাবে বাংলা থেকে

বিজেপি ফুৎকারে উড়ে যাবে বাংলা থেকে

অনুব্রত মণ্ডল খয়রাশোলের কর্মিসভা দলের নেতা-কর্মীদের সাফ জানিয়েছেন বিজেপিকে হারানো কোনও ব্যাপার নয়, শুধু কয়েকটা কাজ মন দিয়ে করতে হবে। তাহলেই কেল্লাফতে। বিজেপি ফুৎকারে উড়ে যাবে বাংলার লড়াই থেকে। তৃণমূল আরও শক্তি নিয়ে ক্ষমতায় আসতে পারবে। শুধু মনোযোগ সহকারে তাঁর দাওয়াই মনে চলার বার্তা দিলেন অনুব্রত।

উপায় বাতলে দিলেন গুড়বাতাসা-পাচনের জনক

উপায় বাতলে দিলেন গুড়বাতাসা-পাচনের জনক

এর আগে অনুব্রত মণ্ডল গুড়-বাতাসা, পাচনের দাওয়াই দিয়েছিলেন। সেই তিনিই এবার ভোট বৈতরণী পার হওয়ার উপায় বাতলে দিলেন একেবারে অন্য মেজাজে। আর গরম নয়, নরম হয়ে কাজ হাসিলে্র কথা বললেন তিনি। তাঁর সাফ কথা, আম গাছ থেকে মুকুল ঝরে গেলে কি আর আম ফলে। শতবার আমগাছ নাড়ালেও আম পড়বে না। তাই দলকে বাঁচিয়ে রাখতে হবে। দল ছাড়া কারও কোনও দাম নেই। দল না থাকলে আপনি, আমি কেউ নই।

কোন পথে বিপুল জয় আসবে, বললেন অনুব্রত

কোন পথে বিপুল জয় আসবে, বললেন অনুব্রত

তাই দলকে বাঁচাতে হবে। এজন্য সবাইকে এক হয়ে চলার বার্তা দেন তিনি। পারস্পরিক বিরোধ মিটিয়ে একসঙ্গে চলতে হবে। আর দুর্নীতি থেকে শত যোজন দূরে থাকতে হবে। থাকতে হবে মানুষের পাশে। বেচাল হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনও মানুষের কাছ থেকে টাকা নেওয়া যাবে না। কর্মীদের উদ্দেশ্যে তাঁর সাফ কথা, কারও কাছ থেকে যদি আপনি ৫ হাজার টাকা নেন, সে আর আপনাকে ভোট দেবে। অর্থাৎ টাকা নেওয়া বন্ধ করুন।

কত আসন পাবে তৃণমূল, বিজেপিই বা কত!

কত আসন পাবে তৃণমূল, বিজেপিই বা কত!

অনুব্রত মণ্ডল এদিন স্পষ্ট করে দেন, তৃণমূল যদি এক হয়ে লড়ে, তবে বিজেপিকে হারানো জলভাত হয়ে যাবে। বিজেপি ফুৎকারে উড়ে যাবে। তৃণমূল নিজেদের মধ্যে গণ্ডগোল না করলে ২৩০ থেকে ২৪০টা আসনে জিতবে। বিরোধীরা ৬০-এর মধ্যেই আটকে যাবে। বিজেপি ৪০টি আসন পাবে কি না সন্দেহ। তাঁর কথায় তৃণমূল ২০১৬-র থেকেও বেশি আসন নিয়ে এবার ক্ষমতায় আসবে।

২০২১-এ ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই

২০২১-এ ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই

এই খয়রাশোলে লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপির তুলনায় পিছিয়ে ছিল তৃণমূল। ১০ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯টি পঞ্চায়েতে বিজেপির তুলনায় পিছিয়ে ছিল তারা। প্রতিনিয়ত দ্বন্দ্ব আর দুর্নীতির জেরে তৃণমূল ধরাশায়ী হয় এই ব্লকে। তবে বিজেপির স্বরূপ মানুষ জেনে গিয়েছে। এনআরসি করে মানুষকে তাড়াবে, মানুষই ওদের তাড়িয়ে দেবে। এখানে দাঁড়িয়ে বলে গেলামে ২৩০ থেকে ২৪০ আসন নিয়ে ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

দুর্নীতি নিয়ে কড়া বার্তা! প্রাক্তন ১ মন্ত্রী-সহ ১০ জনকে শোকজ তৃণমূলেরদুর্নীতি নিয়ে কড়া বার্তা! প্রাক্তন ১ মন্ত্রী-সহ ১০ জনকে শোকজ তৃণমূলের

English summary
Anubrata Mondal predicts how much seats will TMC win in 2021 Assembly Election in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X