For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কতগুলি আসন পাবে একুশে, ভবিষ্যদ্বাণী মিথ্যা হলে রাজনীতি ছাড়বেন কেষ্ট

তৃণমূল কতগুলি আসন পাবে একুশে, ভবিষ্যদ্বাণী মিথ্যা হলে রাজনীতি ছাড়বেন কেষ্ট

Google Oneindia Bengali News

প্রশান্ত কিশোরের তত্ত্ব খারিজ করে অনুব্রত দিন দুয়েক আগে জানিয়েছিলেন, বিজেপি ৪০টির বেশি আসন পাবে না। প্রশান্ত কিশোর অনেক বেশি আসন বরাদ্দ রেখেছেন বিজেপির জন্য। শুক্রবার বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল দাবি করলেন তৃণমূল ২২০টির কম আসন পাবে না। তা যদি না হয়, তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও অঙ্গীকার করেন।

তৃণমূল ২২০টির কম আসন পাবে না, ভবিষ্যদ্বাণী

তৃণমূল ২২০টির কম আসন পাবে না, ভবিষ্যদ্বাণী

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল কেতুগ্রামের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপিকে। সাফ জানান, তৃণমূল ২২০টির কম আসন পাবে না। বাকি যে আসন পড়ে থাকবে বিরোধীরা ভাগ করে নেবে বলে তাঁর অভিমত। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, কোনও পরিস্থিতিতেই বাংলায় এনআরসি হতে দেবেন না।

তাহলে সোনার ভারত গড়ে উঠল না কেন, প্রশ্ন

তাহলে সোনার ভারত গড়ে উঠল না কেন, প্রশ্ন

অনুব্রত মণ্ডল এদিন প্রশ্ন তোলেন, বিজেপি নাকি সোনার বাংলার তৈরি করবে, তাহলে সোনার ভারত গড়ে উঠল না কেন। কেন দেশের কৃষকরা কনকনে ঠান্ডায় ধরনায় বসে আছেন। কেন দরিদ্র মানুষকে হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে। অনুব্রত বলেন, প্রয়োজনে রক্তবন্যা বইবে। কিন্তু বাংলায় এনআরসি হতে দেব না। বাংলাকে আমরা বিজেপির করালগ্রাস থেকে রক্ষা করবই।

বিজেপি একটা বেইমানের দল, মানুষ মমতার সঙ্গে

বিজেপি একটা বেইমানের দল, মানুষ মমতার সঙ্গে

অনুব্রত মণ্ডল বলেন, বিজেপি একটা বেইমানের দল। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০টা আসন না পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কারণ বাংলার মানুষ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এদিনের সভা থেকে তিনি তৃণমূল সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, দেশের আর কোনও সরকার এমন কাজ করতে পারেনি।

তৃণমূলে নেতারা নয়, কর্মীরাই শেষ কথা বলে

তৃণমূলে নেতারা নয়, কর্মীরাই শেষ কথা বলে

অনুব্রতর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যা করেছেন, তা আর কারও পক্ষে করা সম্ভব নয়। যাঁরা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে যাচ্ছেন, তাঁরা হাড়েহাড়ে টের পাবেন একুশের বিধানসভায়। আমাদের দলে নেতারা নয়, কর্মীরাই শেষ কথা। তাই যে নেতারা দল ছাড়তে চান ছেড়ে দিন।

দশ অস্ত্রে বাংলা জয়ের লক্ষ্যে নেমেছে বিজেপি, সামলানো কঠিন হবে তৃণমূলেরদশ অস্ত্রে বাংলা জয়ের লক্ষ্যে নেমেছে বিজেপি, সামলানো কঠিন হবে তৃণমূলের

English summary
Anubrata Mondal predicts how many seats TMC can win in 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X