For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০০ কোটির মালিক অনুব্রত, ২০০টা মার্ডার করেছে! দলের প্রভাবশালী নেতার বিস্ফোরক অভিযোগ

অনুব্রত মণ্ডলকে হুমকি দেওয়ার কথা স্বীকার করে নিলেন গুসকরায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। তিনি ফের দাবি করেন, স্ত্রীর চিকিৎসার জন্য তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা নিয়েছিলেন অনুব্রত।

  • |
Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডলকে হুমকি দেওয়ার কথা স্বীকার করে নিলেন গুসকরায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। তিনি ফের দাবি করেন, স্ত্রীর চিকিৎসার জন্য তাঁর কাছ থেকে ২০ লক্ষ টাকা নিয়েছিলেন অনুব্রত। ওই নেতা বলেন, এখন অনুব্রত মণ্ডল বলছেন, দেব না, কী প্রমাণ আছে।

মুসলিমদের নিয়ে দলের অবস্থানে প্রশ্ন! আগামী বছরের স্বপ্ন পূরণ নিয়ে বিস্ফোরক বিজেপির লোকসভা প্রার্থীমুসলিমদের নিয়ে দলের অবস্থানে প্রশ্ন! আগামী বছরের স্বপ্ন পূরণ নিয়ে বিস্ফোরক বিজেপির লোকসভা প্রার্থী

সোশ্যাল মিডিয়ায় কোন বিদ্বেষমূলক পোস্ট করেননি

সোশ্যাল মিডিয়ায় কোন বিদ্বেষমূলক পোস্ট করেননি

প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও বিদ্বেষমূলক পোস্ট করেননি। তিনি বলেছেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে স্ত্রী ভর্তি ছিলেন রাজারহাটের ক্যান্সার হাসপাতালে। তখন অনুব্রত বলেছিলেন অর্থনৈতিক অসুবিধা আছে। ২০ লক্ষ টাকা ধার দিন, ৩ থেকে ৪ মাসের জন্য। সেই সময় তিনি টাকা দিলেও, আর ফেরত দেননি অনুব্রত মণ্ডল।

বেল পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরবেন

বেল পেলেই কেষ্ট মণ্ডলের কলার ধরবেন

টাকার জন্য অনুব্রত মণ্ডলকে হুমকির কথা স্বীকার করে নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন, বেল পেলেই গিয়ে কেষ্ট মণ্ডলের কলার ধরবেন। কলার ধরে টাকা আদায় করবেন। নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন, কেষ্ট মণ্ডল নিজেকে মুখ্যমন্ত্রীর ওপরে মনে করেন।

কেষ্ট মণ্ডল ডাকাত, ২০০ টা মার্ডার করেছে

কেষ্ট মণ্ডল ডাকাত, ২০০ টা মার্ডার করেছে

নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের অভিযোগ কেষ্ট মণ্ডল ডাকাত, ২০০টা মার্ডার করেছে। যে হাটে মাগুর মাছ ঘাটত, সে ১০০০ কোটি টাকার মালিক হল কী করে। তাঁর মেয়ে একসঙ্গে দুটো চাকরি পায় কী করে, প্রশ্ন করেছেন তিনি।

টাকা ধার নেওয়ার অভিযোগ অস্বীকার অনুব্রতর

টাকা ধার নেওয়ার অভিযোগ অস্বীকার অনুব্রতর

অনুব্রত মণ্ডল অবশ্য এর আগেই নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের থেকে টাকা ধার নেওয়ার কথা অস্বীকার করেছিলেন। তাঁর পাল্টা অভিযোগ ছিল, ওই নেতার কাজই হল হুমকি দিয়ে বেরানো। ওই নেতার কাছে লাইসেন্স এবং বিনা লাইসেন্সের অস্ত্র আছে বলে দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল।

English summary
Anubrata Mondal is the owner of 1000 crores, has committed 200 murders, alleges TMC leader Nityananda Chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X