For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসানসোলে 'খুব ভাল খেলা হবে'! আগের ফল উল্টে যাবে, জয়ের ব্যবধান নিয়ে ভবিষ্যদ্বাণী অনুব্রতের

বীরভূমে (Birbhum) খেলা দেখানো অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তৃণমূলের (Trinamool Congress) তরফে আসানসোলের (Asansol) উপনির্বাচনে (byelection) তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পরে আসানসোল ঘুরেও গিয়

  • |
Google Oneindia Bengali News

বীরভূমে (Birbhum) খেলা দেখানো অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তৃণমূলের (Trinamool Congress) তরফে আসানসোলের (Asansol) উপনির্বাচনে (byelection) তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পরে আসানসোল ঘুরেও গিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সেখানেই তিনি দাবি করেছেন, এবার আসানসোলের ফল পুরো উল্টে যাবে। ২০১৯-এর বিজেপির তরফে বাবুল সুপ্রিয় যত ভোটে জিতেছিলেন, তার থেকেও বেশি ভোটে এবার তৃণমূলের শত্রুঘ্ন সিনহা (Shatrughan sinha) জয়লাভ করবেন বলে দাবি করেছেন তিনি।

দায়িত্ব পেয়েই বৈঠকে

দায়িত্ব পেয়েই বৈঠকে

তৃণমূলের কর্মসমিতির সদস্য অনুব্রত মণ্ডলকে দলের তরফে আসানসোল উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষমতায় আসার পরে তৃণমূল বিভিন্ন আসন জিতলেও, আসানসোল একবারও জিততে পারেনি। দলের তরফে দায়িত্ব পাওয়ার পরেই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি আসানসোলে যান। আসানসোল লোকসভার অন্তর্গত যেসব বিধানসভায় তৃণমূলের বিধায়ক রয়েছেন, তাঁদের থেকে পরিস্থিতি জানার চেষ্টা করেন। এছাড়াও তিনি উত্তর আসানসোলের কল্যাণপুরের এক অনুষ্ঠান বাড়িতে ব্লক সভাপতি, ওয়ার্ড সভাপতি এবং বুথ সভাপতিদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ছাড়াও, আসানসোলের মেয়রও উপস্থিত ছিলেন।

বিগত ভোটের ফলাফল পর্যালোচনা

বিগত ভোটের ফলাফল পর্যালোচনা

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল ওই বৈঠকে গত লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা ভোট এবং সদ্য হওয়া পুরসভা ভোটের ফল নিয়ে পর্যালোচনা করেন। এছাড়াও দলের কর্মীদের চাঙ্গা করতেও বার্তা দেন।

এবার ভাল রকমের খেলা হবে

এবার ভাল রকমের খেলা হবে

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় অনুব্রত মণ্ডল বলেন, আসানসোল লোকসভা উপনির্বাচনে এবার ভাল রকমের খেলা হবে। খুব ভাল খেলা হবে। তিনি বলেন, সব বিধায়ক, জেলা কমিটি, জেলা সভাপতিরা রয়েছেন। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা আড়াইলক্ষের বেশি ভোটে জয়ী হবেন বলে দাবি করেছেন তিনি। এব্যাপারে তিনি অতীতের নির্বাচনে নিজের ভবিষ্যদ্বাণীর কথা উল্লেখ করেন। উল্লেখ্য যে ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০ আসন পাবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন অনুব্রত মণ্ডল।

আসানসোল উদ্ধারে অনুব্রতকে দায়িত্ব

আসানসোল উদ্ধারে অনুব্রতকে দায়িত্ব

স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথমে কংগ্রেস এবং পরবর্তী সময়ে সিপিএম টানা আসানসোল জয় করে এসেছে। এমন কী তৃণমূল ক্ষমতায় আসার পরে ২০১৪-র নির্বাচনে আসানসোল যায় বিজেপির দখলে। সেইবার বাবুল সুপ্রিয় আসানসোল থেকে প্রথমবার সাংসদ হন। ২০১৯-এর নির্বাচনে ফের এই কেন্দ্র থেকেই বিজেপির সাংসদ হন বাবুল। আর তাঁর ব্যবধানও বাড়ে। ২০১৯-এর নির্বাচনে বাবুল সুপ্রিয় আসানসোলে ৫১.১৬ শতাংশ ভোট পেয়েছিলেন। অন্যদিকে তৃণমূলের মুনমুন সেন পেয়েছিলেন ৩৫.১৯ শতাংশ ভোট। ভোটের তফাত ছিল প্রায় দুলক্ষের মতো। বিজেপির তরফে অগ্নিমিত্রা পালকে জেতানোর দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। নির্বাচনও হবে কেন্দ্রীয় বাহিনীর অধীনে। ফলে অনুব্রত মণ্ডল চ্যালেঞ্জ কতটা রাখতে পারেন এখন সেটাই দেখার।

Russia Ukraine War: রাশিয়া নিয়ে 'ব্যতিক্রমী' ভারত! মোদী সরকারের 'নড়বড়ে' অবস্থানে কটাক্ষ বাইডেনেরRussia Ukraine War: রাশিয়া নিয়ে 'ব্যতিক্রমী' ভারত! মোদী সরকারের 'নড়বড়ে' অবস্থানে কটাক্ষ বাইডেনের

English summary
Anubrata Mondal is confident of TMC's Shatrughan sinha's win in Asansol in Byelection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X