For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীও এবার ফুটে যাবেন ট্রাম্পের মতো! একুশের আগে শাহর সফরকে কটাক্ষ অনুব্রতর

২০২১-এর আগে মুখ থেকে টোটকা আর না বের হলেও অমিত শাহকে জবাব দিতে ছাড়লেন না অনুব্রত মণ্ডল।

Google Oneindia Bengali News

২০২১-এর আগে মুখ থেকে টোটকা আর না বের হলেও অমিত শাহকে জবাব দিতে ছাড়লেন না অনুব্রত মণ্ডল। আগের মতো আর তাঁর মুখে ডায়লগের ফুলঝুরি ফোটে না ঠিকই, কিন্তু এমন সোজা-সাপ্টা বল পেয়ে ছয় মারবেন না অনুব্রত, তা হয় নাকি। ট্রাম্পের হারের বার্তায় মোদীকে সপাট জবাব দিলেন তিনি।

অনুব্রত মণ্ডল মোদী-শাহকে জবাব দিলেন

অনুব্রত মণ্ডল মোদী-শাহকে জবাব দিলেন

অনুব্রত মণ্ডল এখন অনেক বেশি সাবধানী, অনেক বেশি সতর্ক। ২০২১ বিধানসভার আগে তাই তাঁর মুখে থেকে আর সেভাবে বাজে কথা বের হচ্ছে না। তবে এখনই টোটকা জানাতে নারাজ থাকলেও সময় এলেই তিনি জানিয়ে দেবেন। যেমন এবার সুযোগ পেতেই অনুব্রত মণ্ডল মোদী-শাহকে জবাব দিলেন।

ট্রাম্প হেরেছেন, এবার মোদীও ফুটে যাবেন

ট্রাম্প হেরেছেন, এবার মোদীও ফুটে যাবেন

বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল মঙ্গলকোটে কাশেমনগরে তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় অমিত শাহকে কটাক্ষ করে বলেন, মোদী-শাহদের সঙ্গে যে বন্ধুত্ব করবে সে-ই হারবে। এই যেমন হারলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হেরেছেন, এবার মোদীও ফুটে যাবেন।

অমিত শাহের ঢঙেই অনুব্রতর পাল্টা

অমিত শাহের ঢঙেই অনুব্রতর পাল্টা

অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিদায় ঘণ্টা বাজিয়েছিলেন। তার পাল্টা নরেন্দ্র মোদীর বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। অমিত শাহের ঢঙেই অনুব্রত বলেন, ট্রাম্প শেষ হল এবার মোদীর সময় এসে গিয়েছে। মোদীও এবার ফুটে যাবেন। মোদী সরকারের বিদায় হবে এবার।

মোদী বিদায়ের ডায়লগে মাত অনুব্রতর

মোদী বিদায়ের ডায়লগে মাত অনুব্রতর

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফর সেরে গেলেন। তার পরিপ্রেক্ষিতে শনিবার সাংবাদিক বৈঠকও করেন বীরভূমের বেতাজ বাদশা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানেই প্রশ্ন তোলেন সাংবাদিকরা- এবার কেষ্টদার টোটকা কী হবে? সোজাসাপ্টা জবাবে তিনি জানান, সময় আসুক, তারপর বলবেন। তারপরই কর্মিসভায় গিয়ে তিনি দিলেন মোদী বিদায়ের ডায়লগ।

English summary
Anubrata Mondal gives dialog to good bye Narendra Modi like Donald Trump. He criticizes Amit Shah and gives message to win 2021 Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X