For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীরভূমে পাচন-হেঁয়ালি! রথ বের করবে তৃণমূলও, বিরোধীদের বার্তা অনুব্রত-র, দেখুন ভিডিও

১৯ জানুয়ারি পর উর্বর জমিতে পাচন দেওয়ার কাজ শুরু হবে। ব্যাপক পাচনের বারিতে ঠিক করে দেওয়া হবে জমি। জেলায় তৃণমূলের সংগঠন প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

  • |
Google Oneindia Bengali News

১৯ জানুয়ারি পর উর্বর জমিতে পাচন দেওয়ার কাজ শুরু হবে। ব্যাপক পাচনের বারিতে ঠিক করে দেওয়া হবে জমি। জেলায় তৃণমূলের সংগঠন প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। পাচনের বাড়িতে সব ধরনের ফসলই ফলবে বলে জানিয়েছেন তিনি।

ব্রিগেডের জন্য বার্তা

ব্রিগেডের জন্য বার্তা

১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশ। ব্রিগেডের জন্য বীরভূম থেকে ৫ থেকে ৬ লক্ষ লোক নিয়ে যেতে হবে। দলের জেলা কমিটির বৈঠকে এমনই বার্তা দিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

১৪ নভেম্বর থেকে জেলায় জনসভা

১৪ নভেম্বর থেকে জেলায় জনসভা

ব্লক ধরে ধরে জনসভার আয়োজন করা হবে বীরভূমে। সিউড়ি দুনম্বর ব্লক থেকে শুরু হবে সেই জনসভা। ১৪ নভেম্বর থেকে।

লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে প্রতিক্রিয়া

লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে প্রতিক্রিয়া

রথযাত্রায় বাধা দিলে চাকায় পিষে মারা হবে। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কথায় কোনও গুরুত্ব দিতে রাজি নন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর মতে এনিয়ে কিছু বললেই সে গুরুত্ব পেয়ে যাবে। এর আগে লকেট চট্টোপাধ্যায়কে নাচুনি বলে কটাক্ষ করেছিলেন তিনি।

বোকার রথযাত্রা বিজেপির

বোকার রথযাত্রা বিজেপির

রথযাত্রা হয় আষাঢ় মাসে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, বোকার মতো রথযাত্রা করছে বিজেপি। তবে এই রাজ্যে রথ করে কোনও লাভ হবে না বলে মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।

রথযাত্রা করবে বীরভূম তৃণমূল

রথযাত্রা করবে বীরভূম তৃণমূল

৫ ডিসেম্বর বীরভূমে রথ বের করবেন অনুব্রত মণ্ডল।

যে গণ্ডগোল করবে পুলিশ ধরবে

যে গণ্ডগোল করবে পুলিশ ধরবে

অনুব্রত মণ্ডল জানিয়েছেন, যে গণ্ডগোল করবে, বোম মারবে তাকে পুলিশ ধরবে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার না করে দলের নেতারা গণ্ডগোলে যুক্ত থাকলে তাকে পুলিশ ধরবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল।

বাইরে থেকে লোক আনলে বোঝাপড়া

বাইরে থেকে লোক আনলে বোঝাপড়া

বাইরে থেকে বিজেপি লোক আনলে বোঝাপড়া হবে বলে মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। কেউ ঘরে বসে থাকবে না বলেও জানিয়েছেন তিনি।

১৯ তারিখের পর জমিতে পাচন

অনুব্রত মণ্ডল বলেন জমি উর্বর আছে। ১৯ তারিখ পেরিয়ে গেলে, ব্যাপক পাচনের বারিতে ঠিক করে দেওয়া হবে। জানিয়েছেন অনুব্রত মণ্ডল। পাচনের বারিতে সব ধরনের চাষ তিনি করবেন বলে জানিয়েছেন।

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপির প্রতিক্রিয়া

বীরভূম জেলার বিজেপি নেতা অতনু চট্টোপাধ্যায়ের মতে, জেলায় প্রশাসনিক সংকট চলছে। সেই জন্যই অনুব্রত মণ্ডল নিজের এক্তিয়ারে বাইরে গিয়ে কথা বলছেন।

English summary
Anubrata Mondal criticises BJP. He said rathyatra will do nothing in West Bengal. He said Birbhum TMC will also organise rathyatra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X