For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্জুন ও মুকুলকে তীব্র কটাক্ষে ভরালেন অনুব্রত, কী বললেন বীরভূমের কেষ্ট

বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায়কে কৃষ্ণ ও নিজেকে অর্জুন বলেছেন ভাটপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। সেই বিতর্কে এদিন মুখ খুললেন অনুব্রত মণ্ডল।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায়কে কৃষ্ণ ও নিজেকে অর্জুন বলেছেন ভাটপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। সেই বিতর্কে এদিন মুখ খুললেন অনুব্রত মণ্ডল। এক সাংবাদিক তাঁকে ভাটপাড়ার বিধায়কের বিজেপিতে যোগ নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রসঙ্গে অনুব্রত বললেন, যে গরুর দুধ কমে যায়, তাঁকে লোক ডেকে বিক্রি করে দেওয়া হয়। এখানে লোক (মুকুল রায়) তৈরি ছিল নিয়ে গিয়েছে।

অর্জুন ও মুকুলকে তীব্র কটাক্ষ অনুব্রতর, কী বললেন বীরভূমের কেষ্ট

মুকুল রায় বলেছেন তৃণমূল ছেড়ে প্রতিদিনই কেউ না কেউ বিজেপিতে যোগ দেবে। সবে ট্রেলার দেখিয়েছেন, সিনেমা পুরো বাকী রয়েছে। এই প্রসঙ্গে তাঁকে কটাক্ষ করে কেষ্ট বলেন, এসব বলে লাভ নেই। যে গরুর দুধ দেয় না, সেই গরু রেখে লাভ নেই। আর ট্রেলার দেখে লাভ নেই। ট্রেলার দেখাতে গিয়ে নিজেই না ট্রেলার হয়ে যায়।

অনুব্রতর কথায়, মমতার ছবি সামনে রেখে ভোটের প্রচারে নামবে তৃণমূল। তাঁকে দেখেই ভোট হবে। মানুষ মমতার প্রতি আস্থা রেখেছে। তাঁরা জানে বাংলায় কী ছিল আর কী হয়েছে।

[আরও পড়ুন: 'আমেরিকা, লন্ডন থেকে ফোর্স এলেও ফলাফল একই হবে',ভোট-উত্তাপে চেনা মেজাজে অনুব্রত ][আরও পড়ুন: 'আমেরিকা, লন্ডন থেকে ফোর্স এলেও ফলাফল একই হবে',ভোট-উত্তাপে চেনা মেজাজে অনুব্রত ]

অনুব্রত বীরভূমের পাশাপাশি নদিয়া জেলায় দলের হয়ে ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন। দুই জেলা থেকেই বিপুল ভোটে জিতবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। মাঝে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে এখন তৃণমূল এককাট্টা হয়ে ভোটে লড়বে বলেও জানান তিনি।

[আরও পড়ুন: অনুপমকে 'রামছাগল' বলে কটাক্ষ কেষ্টর! ভোটে 'নকুলদানা' দাওয়াই নিয়ে ফের সরব অনুব্রত][আরও পড়ুন: অনুপমকে 'রামছাগল' বলে কটাক্ষ কেষ্টর! ভোটে 'নকুলদানা' দাওয়াই নিয়ে ফের সরব অনুব্রত]

পাশাপাশি অনুব্রতর হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী মমতা দরজায় উন্নয়ন পৌঁছে দিয়েছেন। দলের বুথ প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট যদি কাজ না করে, তাহলে তিনি সরিয়ে দেবেন। এদিন ভোটে পাঁচনের বদলে নকুলদানা খাইয়ে ভোট করাবেন বলেও জানিয়েছে বীরভূমের কেষ্ট।

English summary
Anubrata Mondal criticises Arjun Singh and Mukul Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X