For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুপমকে 'রামছাগল' বলে কটাক্ষ কেষ্টর! ভোটে 'নকুলদানা' দাওয়াই নিয়ে ফের সরব অনুব্রত

ভোট যুদ্ধের প্রস্তুতিতে বীরভূমে রীতিমত তৎপর তৃণমূল নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

  • |
Google Oneindia Bengali News

ভোট যুদ্ধের প্রস্তুতিতে বীরভূমে রীতিমত তৎপর তৃণমূল নেতা তথা জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার তিনি ব্লক ও টাউনের সদস্যদের নিয়ে দলীয় সভায় সাফ ঘোষণা করেন অন্তত ১ লক্ষেরও বেশি লিড চাই প্রতিটি জায়গায়। কর্মসম্মেলের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পের একবার স্বভাবসিদ্ধ মেজাজে ধরা দেন বীরভূমের কেষ্ট।

 উন্নয়ন তত্ত্ব

উন্নয়ন তত্ত্ব

এদিন অনুব্রত মণ্ডল জানান, 'উন্নয়ন বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে। বাজপেয়ী সরকার থেকে মোদী বাবু যা যা উন্নয়ন বলেছিলেন করবেন,তা কি হয়েছে?..কোথায় গেল ১৫ কোটির চাকরি?' তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতের কেন বিশ্বের কেউ লড়তে আসতে পারবেন না।'

নকুলদানা তত্ত্ব

নকুলদানা তত্ত্ব

অনুব্রত মণ্ডল বলেন , ' যা উন্নয়ন হয়ে গিয়েছে , আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে গরম পড়েছে তাই জল নকুলদানা দিলেই হবে।' এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, ভোটের কৌশল কী হবে? যার উত্তরে অনুব্রত মণ্ডল জানান একটাই দাওয়াই তা হল 'নকুলদানা'।অনুব্রত মণ্ডল এদিন জানান, প্রত্যেকটি বুথে থাকবে জল আর নকুলদানা। প্রতিটি বাড়িতে থাকবে নকুলদানা। এরপরই তাঁকে অনুপম হাজরা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়।

অনুপম প্রসঙ্গ

অনুপম প্রসঙ্গ

এদিন তৃণমূলের দলত্যাগী সাংসদ অনুপম হাজরাকে নিয়ে প্রশ্ন করা হয় অনুব্রত মণ্ডলকে। তিনি যার জবাবে জানান,'তাতে আমার কি!' অরপরই তিনি বলেন,'একটা রামছাগল চলে গিয়েছে.. হারিয়ে গিয়েছে তোমরা খুঁজে বেড়াও..।'

 নির্বাচন বিধি নিয়ে প্রশ্নের জবাব

নির্বাচন বিধি নিয়ে প্রশ্নের জবাব

তাঁকে প্রশ্ন করা হয়, নির্বাচনবিধি লাগু হওয়া সত্ত্বেও কেন তিনি লালবাতি জ্বালানো গাড়িতে চড়ছেন। জবাবে অনুব্রত মণ্ডল বলেন, 'আমি আইনটা খুব ভালো জানি'।

[আরও পড়ুন; বাংলাকে স্পর্শকাতর ঘোষণার দাবির প্রতিবাদে আজ থেকে বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল][আরও পড়ুন; বাংলাকে স্পর্শকাতর ঘোষণার দাবির প্রতিবাদে আজ থেকে বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল]

English summary
Anubrata Mondal compares MP Anupam Hazra as Goat at Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X