For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৪ বছরের বাম শাসনের উল্লেখ! ২০২১-এর ভোট ভাইটাল, মমতার ওপর রাগ না করার আর্জি অনুব্রত মণ্ডলের

৩৪ বছরের বাম শাসনের উল্লেখ! ২০২১-এর ভোট ভাইটাল, মমতার ওপর রাগ নয়, বললেন অনুব্রত

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভাবেন। তিনি যে কাজ করেছেন, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন, কোনও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী করে উঠতে পারেননি। এমনটাই দাবি করলেন বীরভূম তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সিউড়িতে কর্মী সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল, কয়লাখনি সব কিছু বিক্রি করে দিচ্ছেন।

মোদী বিক্রি করে দিচ্ছেন সবকিছু

মোদী বিক্রি করে দিচ্ছেন সবকিছু

সিউড়ির কর্মিসভায় অনুব্রত মণ্ডলের অভিযোগ, রেল, কয়লাখনি সব কিছু বিক্রি করে দিচ্ছেন নরেন্দ্র মোদী। সমবায় ব্যাঙ্কের দিকেও এবার তিনি হাত বাড়িছেন বলে অভিযোগ করেছেন অনুব্রত। তাঁর আরও অভিযোগ, হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাঙ্ক দেউলিয়া করে বিজয় মালিয়া পার পেয়ে গিয়েছে। সেই টাকা তো সাধারণ মানুষের বলেছেন অনুব্রত।

বাংলার প্রাপ্য না দেওয়ার অভিযোগ

বাংলার প্রাপ্য না দেওয়ার অভিযোগ

গরিব, খেটেখাওয়া, দিনমজুর ও বেকারদের কথা প্রধানমন্ত্রী ভাবেন না বলেও অভিযোগ করেছেন অনুব্রত। তাঁর অভিযোগ বাংলার প্রাপ্য দিচ্ছেন না প্রধানমন্ত্রী। কিন্তু বিহারে ভোট বলে আর বিজেপি শাসিত রাজ্য টাকা দেওয়া হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা

অনুব্রত মণ্ডল বলেছেন, সাধারণ মানুষের কথা ভেবে একবছর ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আম্ফানে ক্ষতিগ্রস্তদের বাড়ির টাকা ও কৃষকদের ক্ষতিপূরণের টাকাও তিনি দিয়েছেন। তিনি উল্লেখ করেন, অন্য রাজ্য সরকারগুলির মতো সরকারি কর্মীদের বেতনের টাকা কাটা হয়নি এখানে।

ক্ষমা করে দিন জন প্রতিনিধিদের

ক্ষমা করে দিন জন প্রতিনিধিদের

বামেদের ৩৪ বছরের অন্ধকার ফিরিয়ে আনবেন না। পঞ্চায়েত সদস্য কিংবা জনপ্রতিনিধিরা ভুল করে থাকলে ক্ষমা করে দিন। মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন একুশের ভোট ভাইটাল ভোট। অন্য কোনও নেতার ভোট নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। কারও ওপরে রাদ করে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তা না মেটাতে আবেদন করেছেন অনুব্রত।

ভাল মাল বেচতে পারেন মোদী, কটাক্ষ দিলীপকেও! 'কালনাগিনী' নির্মলার পদত্যাগ চাইলেন কল্যাণভাল মাল বেচতে পারেন মোদী, কটাক্ষ দিলীপকেও! 'কালনাগিনী' নির্মলার পদত্যাগ চাইলেন কল্যাণ

English summary
Anubrata Mondal compares Modi and Mamata on their work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X