For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রত-র চ্যালেঞ্জ! ঘোষণা করে দিলেন ২০২১-এ তৃণমূলের আসন সংখ্যা

২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল নিয়ে আত্মবিশ্বাসী বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল নিয়ে আত্মবিশ্বাসী বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার সন্ধেয় তিনি কার্যত ২০২১-এর ফলও যেন ঘোষণা করে দিলেন। তিনি দাবি করে বলেন, তৃণমূল ওই নির্বাচনে ২৩০ থেকে ২৪০টি আসন পাবে।

বুথ কমিটির বৈঠকে ব্যস্ত অনুব্রত

বুথ কমিটির বৈঠকে ব্যস্ত অনুব্রত

গোটা বীরভূম জুড়ে চলছে তৃণমূলের বুথ কমিটির মিটিং। সেখানে পর্যালোচনা করে দেখা হচ্ছে কত ভোট পাওয়ার কথা ছিল, কিন্তু পাওয়া যায়নি। বিধানসভা ভিত্তিক সভাগুলিতে উপস্থিত থাকছেন অনুব্রত। কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন তিনি। সোমবার বিধানসভা ভিত্তিক এই বুথ কমিটির বৈঠক শেষ হয়েছে।

 এরপর শুরু মহিলাদের নিয়ে জনসভা

এরপর শুরু মহিলাদের নিয়ে জনসভা

অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এরপরেই জেলা জুড়ে রয়েছে মহিলাদের নিয়ে জনসভা। এই জনসভা করা হবে ব্লকভিত্তিক।

আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পাবে ২৩০-২৪০ আসন

আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পাবে ২৩০-২৪০ আসন

অনুব্রত মণ্ডল বলেছেন. ৩ টি আসনে উপনির্বাচন হোক আর ২৯৪ টি আসনে নির্বাচন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৩০-২৪০ আসন দখল করবে। ফের একবার তৃণমূলের সম্ভাব্য ফল নিয়ে আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডল।

প্রসঙ্গত বীরভূম জেলা জুড়ে প্রচারে অনুব্রত মণ্ডল এই একই কথা বলে আসছেন। নভেম্বরের শুরুতে বীরভূমের মহম্মদ বাজারের কর্মী সভায় একইকথাই বলেছিলেন তিনি। বলেছিলেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বার্থে ভোট

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বার্থে ভোট

অনুব্রত মণ্ডল বলেছেন, মানুষ তৃণমূলকে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বার্থেই এই ভোট দেবে বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের তিনি বলেছেন, আপনারাই বুঝতে পারছেন ফল কী হতে যাচ্ছে।

English summary
Anubrata Mondal claims TMC will bag 230 to 240 seats in 2021 Assembly Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X