For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের চ্যালেঞ্জ! সমীক্ষাকারীদের বিদায় করুন ঝাঁটা পেটা করে, বললেন অনুব্রত

ফের বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। বীরভূমের মুরারইতে দলীয় সভায় তিনি বলেন, বাড়িতে কেউ সমীক্ষার জন্য গেলে তাঁদের ঝাঁটাপেটা করে বের করে দিন।

  • |
Google Oneindia Bengali News

ফের বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। বীরভূমের মুরারইতে দলীয় সভায় তিনি বলেন, বাড়িতে কেউ সমীক্ষার জন্য গেলে তাঁদের ঝাঁটাপেটা করে বের করে দিন। প্রসঙ্গত রাজ্যে এনপিআর নিয়ে সমীক্ষার কাজ শুরু হওয়ার কথা থাকলেও, রাজ্য সরকার তা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।

'ঝাঁটা মেরে বের করবেন'

'ঝাঁটা মেরে বের করবেন'

মূলত নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিক পঞ্জীর বিরোধিতায় সভায় আয়োজন করা হয়েছিল। সেখানেই অনুব্রত মণ্ডল বলেন, প্রথমেই সমীক্ষা করতে গিয়ে জিজ্ঞাসা করবে বাড়িতে কটা বাছু, কটা ছাগল। এরপরেই চলে আসবে ঘরে কতজন আছেন। কত সালে এসেছেন। প্রশ্ন করবে ৭১ সালের দলিল আছে কিনা। তখন ঝাঁটা মেরে বের করে দিন। অনুব্রত মণ্ডল আরও বলেন, পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে চিন্তারও কোনও কারণ নেই।

বিজেপির হাত শক্ত করছে সিপিএম-কংগ্রেস

বিজেপির হাত শক্ত করছে সিপিএম-কংগ্রেস

অনুব্রত মণ্ডল অভিযোগ করে বলেন, ২০২১ সালে বিজেপির হাত শক্ত করতে এখন থেকেই নেমে পড়েছে কংগ্রেস ও সিপিএম। দুইপক্ষের জোটকেও তিনি কটাক্ষ করেন।

রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের চ্যালেঞ্জ

রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের চ্যালেঞ্জ

তৃণমূল রাজ্যে এনআরসি প্রয়োগ করতে দেবে না, স্পষ্ট জানিয়ে দেন অনুব্রত মণ্ডল। চ্যালেঞ্জ জানিয়ে অনুব্রত বলেন, ৩৫৬ ধারা প্রয়োগ করলেও পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে দেওয়া হবে না। অনুব্রত মণ্ডল বলেন, মৃত্যুকে ভয় পান না।

 মুরারইয়ের মানুষকে ধন্যবাদ অনুব্রতে

মুরারইয়ের মানুষকে ধন্যবাদ অনুব্রতে

লোকসভা নির্বাচনে মুরারই বিধানসভা এলাকায় জয়ী হয়েছিল তৃণমূল। এই কারণে এদিন মুরারইয়ের বাসিন্দাদের ধন্যবাদ দেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত বীরভূম লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে এই মুরারই বিধানসভা।

সিএএ, এনআরসি-র প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি নেতাসিএএ, এনআরসি-র প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি নেতা

English summary
Anubrata Mondal challenges to impose 356 in the state from his Muraroi meeting. He also told, those who come for survey, keep them out of the house.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X