For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যা চাইবেন তাই পাবেন! জীবন চলে যাক তবু ভোট চাই, অনুব্রতর মন্তব্যে বিতর্ক

দলীয় কর্মীদের চাঙ্গা করতে ফের বিতর্কিত মন্তব্য বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের।

  • |
Google Oneindia Bengali News

দলীয় কর্মীদের চাঙ্গা করতে ফের বিতর্কিত মন্তব্য বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইলামবাজারে দলীয় সভা থেকে তিনি বলেন, জীবন চলে যাক তবু ভোট চাই। একইসঙ্গে তিনি বলেন, যা চাইবেন তাই পাবেন। বদলে তাঁর কথাও শুনতে হবে বলে মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। বিরোধী দলগুলির তরফে অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের সমালোচনা করা হয়েছে।

যা চাইবেন তাই পাবেন! জীবন চলে যাক তবু ভোট চাই, অনুব্রতর মন্তব্যে বিতর্ক

এযেন চিরাচরিত দেওয়া-নেওয়ার খেলা। সেই কথাই দলীয় সভা থেকে মনে করিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। জেলায় বালি চুরি থেকে দলেই অন্তর্দ্বন্দ্বে খুনোখুনির অভিযোগ উঠেছিল। অনুব্রত মণ্ডল দায় চাপিয়েছিলেন বিরোধীদের দিকে। কিন্তু ভোটের মুখে দলীয় কর্মীদের সঙ্গে দেওয়া-নেওয়ার একটা স্পষ্ট বার্তাই যেন দিলেন অনুব্রত মণ্ডল।

ইলামবাজারে দলীয় সভা থেকে অনুব্রত মণ্ডল বলেন, যা চাইবেন তাই পাবেন। বদলে তার কথাও শুনতে হবে। ১৩৭টি বুথের সবকটি থেকে ৭০০ ভোট করে লিড চাই বিধায়সভায় লিড ৪৯ হাজার হলে লোকসভায় তা ৭০ হাজার হবে কিনা, তা নিয়ে প্রশ্ন করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, জীবন চলে যাক তবু ভোট চাই।

অনুব্রত মণ্ডলের আহ্বান নিয়ে প্রশ্ন তুলেছে জেলায় বিরোধী বিজেপি এবং সিপিএম। সুষ্ঠুভাবে ভোট হলে অনুব্রত মণ্ডল জবাব পাবেন বলে মন্তব্য করেছেন বিরোধীরা।

English summary
Anubrata Mondal asked his party men to secure vote at any cost
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X