For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর লক্ষ্যে পদক্ষেপ! 'দিদি'র আগেই অনুব্রত মণ্ডল দলের কেতুগ্রামের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন

করোনার ভয় কাটিয়ে যদি বিধানসভা নির্বাচনও হয়, তাও ৭ মাস কম করে বাকি রয়েছে। সব রাজনৈতিক দলেরই প্রস্তুতি চলছে। আর তৃণমূলের তরফে প্রশান্ত কিশোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্যদল বিশেষ করে বামেদের ঘর ভাঙিয়ে যদ

  • |
Google Oneindia Bengali News

করোনার ভয় কাটিয়ে যদি বিধানসভা নির্বাচনও হয়, তাও ৭ মাস কম করে বাকি রয়েছে। সব রাজনৈতিক দলেরই প্রস্তুতি চলছে। আর তৃণমূলের তরফে প্রশান্ত কিশোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্যদল বিশেষ করে বামেদের ঘর ভাঙিয়ে যদি সৎ ও স্বচ্ছ নেতা আনা যায়। কিন্তু অপেক্ষায় রাজি নন অনুব্রত মণ্ডল। নিজের দায়িত্বে থাকা কেতুগ্রামের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল।

মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ায় অভিযুক্ত প্রভাবশালী বিজেপি নেতা! অর্জুন গড়ে অন্তর্কলহ 'স্বীকার'মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ায় অভিযুক্ত প্রভাবশালী বিজেপি নেতা! অর্জুন গড়ে অন্তর্কলহ 'স্বীকার'

 কেতুগ্রাম ১ ব্লকে বুথ ভিত্তিক কর্মী সভা

কেতুগ্রাম ১ ব্লকে বুথ ভিত্তিক কর্মী সভা

নিজের জেলা বীরভূম এবং দায়িত্বে থাকা কেতুগ্রামে বুথ ভিত্তিক কর্মী সভা শুরু করে দিযেছেন অনুব্রত মণ্ডল। এরকমই এক কর্মীসভায় সিউড়িতে রুখে দাঁড়িয়েছিলেন সিউড়ির এক ব্লক নেতা। যার জেরে অনুব্রপত মণ্ডলকে পিছু হটতে হয়। এদিন কেতুগ্রাম ১ ব্লকে বুথ ভিত্তির কর্মীসভা করেন অনুব্রত মণ্ডল।

প্রার্থী তালিকা ঘোষণা

প্রার্থী তালিকা ঘোষণা

কেতুগ্রামে বুথ ভিত্তিক কর্মী সভা থেকে কেতুগ্রামের প্রার্থীর নাম ঘোষণা করে দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, বর্তমানে বিধায়ক থাকা শেখ শাহনওয়াজই পরবর্তী প্রার্থী হবেন।

পুরনো প্রার্থীদের জেতানোর আহ্বান

পুরনো প্রার্থীদের জেতানোর আহ্বান

সভায় অনুব্রত মণ্ডল জানিয়ে দেন শেখ শাহনওয়াজকেই জেতাতে হবে। কীভাবে জেতাতে হবে তাও জানিয়ে দেন অনুব্রত মণ্ডল।

পরে বলেন দলনেত্রী ঘোষণা করবেন

পরে বলেন দলনেত্রী ঘোষণা করবেন

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অনুব্রত মণ্ডল বলেন, দলনেত্রী প্রার্থী তালিকা ঘোষণা করবেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছে।

English summary
Anubrata Mondal announces his party's Ketugtam candidate'a name for 2021 election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X