For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল-অভিষেককে ছাপিয়েও তাঁর কদর! ত্রিপুরা তৃণমূল চাইছে বাংলার 'জনপ্রিয়' নেতাকে

একুশের নির্বাচনে বাংলায় প্রভূত সাফল্য পাওয়ার পর এবার ত্রিপুরাকে টার্গেট করেছে তৃণমূল। তারপর মুকুল রায় দলে ফিরে আসায় তৃণমূল আরও চাঙ্গা হয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে ত্রিপুরায়।

Google Oneindia Bengali News

একুশের নির্বাচনে বাংলায় প্রভূত সাফল্য পাওয়ার পর এবার ত্রিপুরাকে টার্গেট করেছে তৃণমূল। তারপর মুকুল রায় দলে ফিরে আসায় তৃণমূল আরও চাঙ্গা হয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে ত্রিপুরায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়ে সাম্রাজ্য বিস্তার ঝাঁপালেও ত্রিপুরা তৃণমূল প্রচারে ঝড় তুলতে চাইছে বাংলার দুই জনপ্রিয় নেতাকে।

অনুব্রত মণ্ডল ত্রিপুরায় নাকি অসম্ভব জনপ্রিয়

অনুব্রত মণ্ডল ত্রিপুরায় নাকি অসম্ভব জনপ্রিয়

২০২৩-এ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের প্রচারে ঝড় তুলতে এখন থেকেই অনুব্রত মণ্ডলকে চাইছেন ত্রিপুরার তৃণমূল নেতারা। বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল ত্রিপুরায় নাকি অসম্ভব জনপ্রিয়। তাই ত্রিপুরা তৃণমূল দুই শীর্ষ নেতা তারকা-প্রচারে অনুব্রত মণ্ডলকে চাইছেন। তাঁদের যুক্তি অনুব্রত মণ্ডলের সোজাসাপ্টা যুক্তি সাহস জোগায় তৃণমূল সমর্থকদেক মনে।

ত্রিপুরায় তৃণমূল দ্রুত গতিতে বাড়ছে, লক্ষ্য যখন ২০২৩

ত্রিপুরায় তৃণমূল দ্রুত গতিতে বাড়ছে, লক্ষ্য যখন ২০২৩

এবার একুশের শহিদ দিবসে ত্রিপুরাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ প্রচার হয়েছে। ভার্চুয়াল ভাষণ নিয়ে বিজেপির সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছে তৃণমূল। তৃণমূল ত্রিপুপরার বুকে কর্মসূচি রূপায়ণ করতে শুরু করে দিয়েছে। তৃণমূলের দাবি, ত্রিপুরায় তাদের সংগঠন দ্রুত গতিতে বাড়ছে। এবার তারা সবক'টি আসনের প্রার্থী দেবে।

ত্রিপুরায় তৃণমূল বিস্তারলাভ করছে, রণকৌশল নির্ধারণে বৈঠক

ত্রিপুরায় তৃণমূল বিস্তারলাভ করছে, রণকৌশল নির্ধারণে বৈঠক

তৃণমূল ইতিমধ্যেই ত্রিপুরা নিয়ে রণকৌশল স্থির করে ফেলেছে। ত্রিপুরার ১৮ জন নেতারা কলকাতায় আসার কথা অগাস্টে। তখনই চূড়ান্ত হবে কৌশল। সেইমতোই ত্রিপুরায় তৃণমূল বিস্তারলাভ করতে শুরু করবে। ওইদিন কলকাতায় তৃণমূলের মূল সংগঠনের শীর্ষনেতারা ছাড়াও উপস্থিত থাকবেন ত্রিপুরা তৃণমূলের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের নেতারাও।

অনুব্রতকে ত্রিপুরার প্রচারে পাঠাতে মমতাকে আবেদন!

অনুব্রতকে ত্রিপুরার প্রচারে পাঠাতে মমতাকে আবেদন!

ত্রিপুরা তৃণমূলের সভাপতি আশিসলাল সিং জানান, বাংলার রাজনীতিতে বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল তাঁর মন্তব্যের জন্য জনপ্রিয়। তিনি জনপ্রিয় ত্রিপুরাতেও। তাই কলকাতায় বৈঠক করতে আসার সময় তিনি দিদির কাছে আবেদন জানাবেন, অনুব্রত মণ্ডলকে ত্রিপুরার প্রচারে পাঠানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলে তিনি দেখাও করতে চান অনুব্রত মণ্ডলের সঙ্গে।

অনুব্রত মণ্ডলের পাশাপাশি দেবাংশুও জনপ্রিয় ত্রিপুরায়

অনুব্রত মণ্ডলের পাশাপাশি দেবাংশুও জনপ্রিয় ত্রিপুরায়

বাংলার পর ত্রিপুরা-জয়কে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। সেই লক্ষ্যে মমতা-অভিষেক-মুকুল তো আছেনই, এছাড়া অনুব্রত মণ্ডলের পাশাপাশি সুখেন্দশেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজাকেও তারকা প্রচারের তালিকায় রাখা হচ্ছে। আর রাখা হচ্ছে দেবাংশু ভট্টাচার্যকে। তিনিও ত্রিপুরায় জনপ্রিয় হয়ে উঠেছেন সাম্প্রতিককালে।

English summary
Anubrata Mondal and Debangshu Bhattacharya’s popularity high is in Tripura than Mukul Roy and Abhishek Banerjee. Tripura TMC wants to Anubrata Mondal and Debangshu Bhattacharya in Tripura for campaign.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X