For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নরেন ও নরেন'............. মোদীর 'দিদি ও দিদি'-র পাল্টা দিলেন অনুব্রত

'নরেন ও নরেন'............. মোদীর 'দিদি ও দিদি'-র পাল্টা দিলেন অনুব্রত

Google Oneindia Bengali News

মোদীর 'দিদি ও দিদি' ব্যাঙ্গাত্মক ডাকের পাল্টা জবাবা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঁদে সৈনিক অনুব্রত মণ্ডল ওরফে কষ্ট। পূর্ব বর্ধমানের ভাতারের সভা থেকে মোদীকে পাল্টা ব্যঙ্গ করে অনুব্রত বলেন 'নরেন ও নরেন'। প্রধানমন্ত্রীকে যদি এই ভাবে ডাকা হত তাহলে কেমন লাগবে? মোদীর ব্যাঙ্গকে নিশানা করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অনুব্রত।

মোদীকে নিশানা অনুব্রতর

মোদীকে নিশানা অনুব্রতর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় প্রচারে এসে বার বার 'দিদি ও দিদি' বলে স্লোগান চড়িয়েছেন। মমতাকে ব্যঙ্গাত্মক সম্বোধনে প্রতিদিনই নতুন নতুন আক্রমণ শানিয়ে চলেছেন মোদী। এবার দলনেত্রীর সমর্থনে মোদীর মোকাবিলায় ময়দানে নামলেন বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। বর্ধমানের ভাতারের সভা থেকে সরাসরি মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অনুব্রত বলেন, যদি 'নরেন ও নরেন' বলে আমি প্রধানমন্ত্রীকে ভরা জনসভায় ডাকি তাহলে কেমন লাগবে। দেশের প্রধানমন্ত্রী হয়ে ভাষাজ্ঞান নেই।

 মমতাকে নিশানা মোদীর

মমতাকে নিশানা মোদীর

তৃতীয় দফার ভোটের দিনও হাওড়ার ডুমুরজলায় সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মঞ্চ থেকেও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ফের দিদি ও দিদি বলে ব্যাঙ্গ করেছেন। তিনি বলেছেন দিদির ব্যবহারই বলে দিচ্ছে তিনি হেরে গিেয়ছেন। হাওড়ায় যখন একদিকে ভোট চলছে তখন আরেক দিকে প্রধানমন্ত্রীর এই বার্তা নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

মোদীকে আক্রমণ অনুব্রতর

মোদীকে আক্রমণ অনুব্রতর

ভাতারের সভা থেকে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে অনুব্রত বলেছেন, লোকসভা ভোটের সময় যা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী তার একটিও পূরণ করেননি তিনি। তার পরেও কিছুতেই গদি ছাড়তে চাইছেন না। এহবার ছারপোকা দিয়ে গদি থেকে সরাতে হবে। তৃতীয় দফার ভোটে তৃণমূল কংগ্রেস ৩১-এ ৩১ পাবে বলে দাবি করেছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি।

 শুভেন্দুকে নিশানা

শুভেন্দুকে নিশানা

ভাতারের সভা থেকে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন দলের নেতা হলে এরকম মিরজাফরের মতো কোনও দিন আচরণ করতাম না। আমি এমএলএও নই, এমপিও নই শুধু দলের একজন কর্মী। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর দাবি করেছিলেন বিজেপিতে সাধারণ কর্মী হয়ে থাকতে চান তিনি। তারপরেই নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন।

English summary
Anubrata Mandal target Narendra Modi from Burdwan rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X