For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতর ‘ডায়লগ’-এ মাত অনলাইন মার্কেট! পুরসভা ভোটের আগে কাঁপছে বিজেপি

পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলের ডায়লগ ছিল-রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। এবার পুরসভা ভোট আসছে। বাজারে হিট অনুব্রতর আর এক ডায়লগ- শুঁটিয়ে লাল করে দেব।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলের ডায়লগ ছিল-রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। এবার পুরসভা ভোট আসছে। বাজারে হিট অনুব্রতর আর এক ডায়লগ- 'শুঁটিয়ে লাল করে দেব'। এই ডায়লগ সম্বলিত বিজ্ঞাপন এবার ছেয়ে গিয়েছে অনলাইনে। অনুব্রত কার্টুন-মুখের ছবি আর ওই ডায়লগ লেখা টি-শার্টে বাজার মাত।

বীরভূমের তৃণমূল সভাপতির হুঙ্কার

বীরভূমের তৃণমূল সভাপতির হুঙ্কার

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আরএসএসের সংগঠন হামলা চালায়। সেই হামলায় আহত হন বামপন্থী ছাত্র সংগঠনের বাঙালি সভাপতি ঐশী ঘোষ। অধ্যাপকরা আক্রমণ থেকে রেহাই পাননি। সারা দেশে নিন্দার ঝড় ওঠে। তারপরই গর্জে উঠে বীরভূমের তৃণমূল সভাপতি ওই হুঙ্কার ছেড়েছিলেন।

শুঁটিয়ে লাল করে দেব

শুঁটিয়ে লাল করে দেব

তিনি বলেছিলেন, দিল্লিতে মোদী আর অমিত শাহ শেষ করে দিয়েছেন প্রশাসনটাকে। সাহস থাকে তো বাংলার বুকে কোনও বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে দেখুক। শুঁটিয়ে লাল করে দেব। তারপরই ওই ডায়লগ মুখে মুখে ফিরতে শুরু করে।

ডায়লগ নিয়েই তৈরি হয়েছে টি-শার্ট

ডায়লগ নিয়েই তৈরি হয়েছে টি-শার্ট

এখন সেই ডায়লগ নিয়েই তৈরি হয়েছে টি-শার্ট। অনলাইন বাজারে এই টি-শার্টের বিশাল চাহিদা। অর্ডার হচ্ছে প্রচুর। নেট দুনিয়ায় বিজ্ঞাপন ছড়িয়ে গিয়েছে। অনেকেই এই টি শার্ট কিনছেন আগ্রহ ভরে। অনুব্রতর ছবি ও ডায়লগ নিয়ে এখন মেতে রয়েছে বীরভূম।

বিজেপির অভিযোগ

বিজেপির অভিযোগ

বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে এই টি-শার্ট ছাপিয়ে বিক্রি করছে। পুরসভা ভোট আসছে, তার আগে আতঙ্ক ছড়ানোর জন্যই এই পন্থা নিয়েছে তৃণমূল। মানুষের মনে ভীতির সঞ্চার করতেই অনুব্রত মণ্ডলের ওই হুঙ্কারকে ছড়িয়ে গেওয়া হচ্ছে পোশাকে।

তৃণমূলের জবাব

তৃণমূলের জবাব

যদিও তৃণমূলের তরফে বিজেপির এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতৃ্ত্বের সাফ কথা, এইসব টি-শার্টকাণ্ডের সঙ্গে জড়িত নয় তৃণমূল কংগ্রেস। কেউ যদি অনুব্রত মণ্ডলের ডায়লগ নিয়ে টি-শার্ট তৈরি করেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে তৃণমূল বা অনুব্রত মণ্ডলের ভাবমূর্তি যদি এর ফলে নষ্ট হয়, আমাদের নিশ্চয় পদক্ষেপ নিতে হবে।

English summary
Anubrata Mandal’s dialog on t-shirt is spreading in online market before municipal election. BJP alleges it is plan of TMC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X