For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক অঞ্চল, দুই সভাপতি! লোকসভা নির্বাচনের আগে চমকের পর চমক দিচ্ছেন অনুব্রত

গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমানের আউশগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। এর আগে বীরভূমের এক ব্লক সভাপতিহীন রেখে দিয়েছিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমানের আউশগ্রামের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। এর আগে বীরভূমের এক ব্লক সভাপতিহীন রেখে দিয়েছিলেন তিনি। এবার তিনি বর্ধমানের একটি অঞ্চলে দুজন সভাপতি নিয়োগ করে চমক দিলেন। দুজন সভাপতির দায়িত্বও তিনি নিজে বণ্টন করে দিয়েছেন।

এক অঞ্চল, দুই সভাপতি! নয়া সমীকরণে চমক অনুব্রতর

বর্ধমান জেলার ভেদিয়া অঞ্চলে দুজন সভাপতি নিয়োগ করে তাঁর যুক্তি, লোকসভা ভোটের আগে দলের সংগঠনকে মজবুত করাই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্ধমানের আউশগ্রাম গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। সেই গোষ্ঠীকোন্জদন মেটানোর জন্য অনুব্রত মণ্ডল নয়া তাস খেললেন।

এই মাসেই দুই সভাপতি নিয়োগ করেছেন। তারপর দুজনকে ডেকে তিনি বণ্টন করে দেন দায়িত্ব। ভেদিয়ার মোট বুথ ১৯টি। তার মধ্যে ৯টি বুথের দায়িত্ব দেওয়া হয়েছে অঞ্চল সভাপতি অতনু বন্দ্যোপাধ্যায়কে। ৯টি বুথ থাকবে নাসিরুসল শেখের দায়িত্বে। আর বাকি বুথটি দেখবেন ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ।

অনুব্রত মণ্ডল বলেন, প্রয়োজনে একে অপরের সঙ্গে আলোচনা করে চলবেন। কিন্তু কোনও অবস্থাতেই অন্য কারও হস্তক্ষেপ তিনি বরদাস্ত করবেন না। আর এই দুই সভাপতি নিয়োগ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, কেতুগ্রাম, মঙ্গলকোট, বীরভূমেও আগে এমন উপায় অবলম্বন করা হয়েছিল।

English summary
Anubrata Mandal has appointed two presidents in an Anchal. Before he decides no president in a Block.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X