For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাল গোলাপের বার্তা তৃণমূলের কেষ্টর, পঞ্চায়েত ভোট মিটলেই বিলোবেন উন্নয়নের লিফলেটও

অনুব্রত মণ্ডল ফের বার্তা দিলেন বীরভূমবাসীকে। পঞ্চায়েত ভোট শেষ হতেই বাজিয়ে দিলেন আগামী লোকসভা নির্বাচনের ঢাক।

Google Oneindia Bengali News

অনুব্রত মণ্ডল ফের বার্তা দিলেন বীরভূমবাসীকে। পঞ্চায়েত ভোট শেষ হতেই বাজিয়ে দিলেন আগামী লোকসভা নির্বাচনের ঢাক। জেলায় ১০০ শতাংশ জয়ের বার্তা দিয়েই তিনি জানালেন আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তাঁর কী কী পরিকল্পনা রয়েছে, সে কথা। এবার উন্নয়নের লিফলেটের সঙ্গে দিলেন লাল গোলাপের বার্তাও।

লাল গোলাপের বার্তা তৃণমূলের কেষ্টর, পঞ্চায়েত ভোট মিটলেই উন্নয়নের লিফলেট

[আরও পড়ুন:রাজনীতি ছেড়ে 'বোর্নভিটা কুইজ' করুন, ডেরেককে পরামর্শ টুইটারে, বিস্তারিত জানুন ][আরও পড়ুন:রাজনীতি ছেড়ে 'বোর্নভিটা কুইজ' করুন, ডেরেককে পরামর্শ টুইটারে, বিস্তারিত জানুন ]

কখনও তিন পুলিশের মাথায় বোম মারার কথা বলেছেন! কখনও চড়াম চড়াম বাদ্য বাজিয়ছেন, আবার কখনও গুড়-বাতাসা খাইয়েছেন। এবার সেই তিনি উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে ছেড়েছিলেন। তাঁর সেই রাস্তার উন্নয়নের ধাক্কায় আবার শঙ্খ-বাদ্যকেও হেয় করেছেন। নানা বিতর্কিত মন্তব্যে অনুব্রত যখন হিট, তখন ফের সামনে এল কেষ্ট-র লাল গোলাপের বার্তা।
এদিন পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তিনি বলেন, কোথাও কোনও অশান্তি হয়নি। পুলিশ নিরপেক্ষতা নিয়ে কাজ করেছে। আমাদের কর্মীকেও লাঠিপেটা করেছে। এতে আমার কোনও দুঃখ নেই। কারণ পুলিশ পুলিশের কাজ করেছে।

তিনি এদিন বলেন, কোথাও তাঁদের ছেলেরা কোনও অশান্তি করেনি। মহম্মদবাজারে ব্যালট ছিনতাইয়ের যে ঘটনা ঘটেছে, তা করেছে বিজেপি কর্মীরা। বিরোধীরা অভিযোগের আঙুল তুলেছিল তৃণমূলের দিকে, সেই অভিযোগ তিনি নস্যাৎ করে দিয়েছেন। বিজেপির লোকেরাই ভোটে অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। পুলিশ কড়া হাতেই আইন-শৃঙ্খলা রক্ষা করেছে।

এ প্রসঙ্গেই তিনি জানান, আসন্ন লোকসভা ভোটের আগে তিনি উন্নয়নের লিফলেট পৌঁছে দেবেন বীরভূমবাসীর ঘরে ঘরে। সেই লিফলেটের সঙ্গে তিনি লাল গোলাপ পাঠাবেন। লাল গোলাপ সৌন্দর্য্যের পরিচায়ক বলে বর্ণনা করেন অনুব্রত। কিন্তু গোলাপে তো কাঁটাও আছে? এই প্রশ্নের উত্তরে অনুব্রতর জানান, যিনি উল্টোদিকে ধরবেন তাঁর কাঁটা ফুটবে, কিন্তু বাড়িতে রাখলে তা সৌন্দর্য্য বৃদ্ধিই করবে।

তাঁর দাবি, লাল গোলাপ দেখতে সুন্দর, মানুষের চোখে ধরে, বাড়িতে বাড়িতে লালগোলাপ পাঠালে মানুষ আদর করবে, ভালোবাসবে, মনে রাখবে। সেইসঙ্গে তিনি জানান, উল্টো করে গোলাপ ধরলে তাঁর কাঁটা ফুটবে, তার দায় কিন্তু তৃণমূল কংগ্রেসের নয়। এদিন তাঁর এই মন্তব্যও যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল।

English summary
Birbhum District president of TMC Anubrata Mandal gives message of Red Rose after Panchayat Election of West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X