সভাপতিদের পদ কেড়ে নেবেন অনুব্রত, জেল খাটানোর হুঁশিয়ারির পর ১ বছরের সময়সীমা
নিজের দলকেই হুশিয়ারি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। অঞ্চল সভাপতিদের জেলা খাটানোর হুমকির পর এলও আরও সতর্ক বার্তা। পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতিদের নাম ঘোষণার পর বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারি, এক বছরের মধ্যে দুর্নীতি করলেই কে়ড়ে নেওয়া হবে পদ। সবাইকে এই ভাষাতেই তিনি সাবধান করে দেন।

বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দলের জেলা কমিটির বৈঠকেই স্থির হয় বীরভূমের সমস্ত পঞ্চায়ত সমিতির সভাপতি ও সহকারী সভাপতিদের নাম। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বোর্ড গঠন। তার আগেই সাবধান করে দিলেন অনুব্রত মণ্ডল। তিনি যে কোনওরকম দুর্নীতি মানবেন না, তাও স্পষ্ট করে দিলেন।
অনুব্রত মণ্ডল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতিদের নাম ঘোষণার পাশাপাশি তাঁদের বার্তা দেওয়া হয় কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। কেউ যদি দুর্নীতি করে তবে প্রদেশকে জানাব। দলকে জানিয়ে তাঁকে সরিয়ে দেওয়া হবে দায়িত্ব থেকে।
[আরও পড়ুন:শুভেন্দুর গড়ে হামলা দিলীপ ঘোষের গাড়িতে, বিজেপি রাজ্য সভাপতি নিগ্রহে হুলুস্থুল-কাণ্ড]
অনুব্রতবাবু বলেন, গ্রাম পঞ্চায়েত গঠন শান্তিপূর্ণভাবেই হয়েছে। জেলা পরিষদের তালিয়াক অনুমোদনও হয়ে গিয়েছে। ২৩ সেপ্টেম্বরের পরই তা ঘোষমা করা হবে। উন্নয়নমূলক কাজ বাকি রয়ে গিয়েছে। তাই সবাইকে কাজ করতে বলেছি। বলেছি, মানুষের জন্য কাজ করো। কোনও দুর্নীতি চলবে না।
[আরও পড়ুন:একদিনে রেকর্ড পতন টাকার দামে! সরকারের কাজ নিয়ে প্রশ্ন প্রাক্তন মন্ত্রীর]
উল্লেখ্য, এর আগে অনুব্রত মণ্ডল সোজাসাপ্টা হুঁশিয়ারি দিয়েছিলেন, পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে গন্ডগোল করলে, জেল কাটিয়ে ছাড়বেন অঞ্চল প্রেসিডেন্টদের। আর ব্লক প্রেসিডেন্টদের সাসপেন্ড করবেন। কোনও গন্ডগোলের দায় আর তিনি নেবেন না, সাফ জানিয়ে দেন তিনি। এবার থেকে যাবতীয় দায় নিতে হবে ব্লক ও অঞ্চল নেতৃত্বকেই।
[আরও পড়ুন: আরও মহার্ঘ জ্বালানি তেল! কেন্দ্রকে তীব্র কটাক্ষে বিঁধলেন চিদাম্বরম]